bizarre

Ancient Ring: ব্যবহার করা হত খোঁয়ারি কাটাতে, প্রাচীন সোনার আংটির খোঁজ পেলেন ইজরায়েলের গবেষকরা

মদ্যপানের হ্যাংওভার কাটাতে সে যুগে এই আংটি পরা হত বলে মনে করছেন গবেষকরা।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুজালেম শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১১:২০
Share:

গবেষকদের খুঁজে পেয়েছেন সোনার এই আংটি। ছবি ফেসবুক থেকে।

ইজরায়েলের পুরাতত্ত্ব বিভাগের গবেষকরা সম্প্রতি খননকাজ চালাচ্ছিলেন মদ তৈরির প্রাচীন এক কারখানায়।। সে সময়ই পাথর বসানো একটি সোনার আংটি উদ্ধার করেন তাঁরা। মদ্যপানের খোঁয়ারি কাটাতে সে যুগে এই আংটি পরা হত বলে মনে করছেন গবেষকরা।

Advertisement

মদ তৈরির এই কারখানা বাইজানটাইন সভ্যতার আমলের বলে মত ইজারায়েলি গবেষকদের। মধ্য ইজারায়েল এলাকায় বাইজাইটাইন সভ্যতার নিদর্শনের জন্য খননকাজ চালানো হচ্ছিল। তা করতে গিয়েই সে যুগের মদের কারখানার হদিশ পাওয়া যায়। সেই মদের কারখানার মধ্যেই পাওয়া গিয়েছে এই সোনার আংটি।

প্রাচীনকালের সেই আংটি। ছবি ফেসবুক থেকে।

গবেষকরা জানিয়েছেন, একটি কাচের পাত্রে রাখা ছিল প্রাচীন এই আংটি। ইজরায়েল অ্যান্টিকুইটিস অথোরিটি (আইএএ) নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই আংটির ছবি। ওই সংস্থার গবেষকদের মতে, সে সময় কোনও ধনী ব্যক্তির আংটি ছিল এটি। সাধারণত মদ চেখে যাঁরা গুণাগুণ নির্ধারণ করতেন, সে রকমই কেউ এই আংটির মালিক ছিলেন বলে মনে করছেন গবেষকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement