গবেষকদের খুঁজে পেয়েছেন সোনার এই আংটি। ছবি ফেসবুক থেকে।
ইজরায়েলের পুরাতত্ত্ব বিভাগের গবেষকরা সম্প্রতি খননকাজ চালাচ্ছিলেন মদ তৈরির প্রাচীন এক কারখানায়।। সে সময়ই পাথর বসানো একটি সোনার আংটি উদ্ধার করেন তাঁরা। মদ্যপানের খোঁয়ারি কাটাতে সে যুগে এই আংটি পরা হত বলে মনে করছেন গবেষকরা।
মদ তৈরির এই কারখানা বাইজানটাইন সভ্যতার আমলের বলে মত ইজারায়েলি গবেষকদের। মধ্য ইজারায়েল এলাকায় বাইজাইটাইন সভ্যতার নিদর্শনের জন্য খননকাজ চালানো হচ্ছিল। তা করতে গিয়েই সে যুগের মদের কারখানার হদিশ পাওয়া যায়। সেই মদের কারখানার মধ্যেই পাওয়া গিয়েছে এই সোনার আংটি।
প্রাচীনকালের সেই আংটি। ছবি ফেসবুক থেকে।
গবেষকরা জানিয়েছেন, একটি কাচের পাত্রে রাখা ছিল প্রাচীন এই আংটি। ইজরায়েল অ্যান্টিকুইটিস অথোরিটি (আইএএ) নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই আংটির ছবি। ওই সংস্থার গবেষকদের মতে, সে সময় কোনও ধনী ব্যক্তির আংটি ছিল এটি। সাধারণত মদ চেখে যাঁরা গুণাগুণ নির্ধারণ করতেন, সে রকমই কেউ এই আংটির মালিক ছিলেন বলে মনে করছেন গবেষকরা।