AstraZeneca-Oxford

অ্যাস্ট্রাজেনেকা-র টিকা নিষিদ্ধ জার্মানি, ইতালি এবং ফ্রান্সে, হু বলছে এই টিকা নিরাপদ

মঙ্গলবার গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার জন্য টিকা-নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন হু-র বিশেষজ্ঞরা।

Advertisement

সংবাদ সংস্থা

জেনিভা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১০:২৫
Share:

প্রতীকী ছবি।

অ্যাস্ট্রাজেনেকা সোমবারই দাবি করেছিল, তাদের টিকা ব্যবহারে রক্ত জমাট বাঁধার কোনও প্রামাণ্য তথ্য নেই। এ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও জানাল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। এত আশ্বাসের পরেও বহু দেশই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আগেই অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস। এ বার সেই তালিকায় জুড়ল ইউরোপের চার বড় দেশের নাম। জার্মানি, ইতালি, ফ্রান্স এবং স্পেনও এই টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই দলে রয়েছে পর্তুগাল, স্লোভেনিয়া এবং লাতভিয়া-ও।

Advertisement

বলতে গেলে গোটা ইউরোপেই অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে ছেদ পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুধু ইউরোপই নয়, এই টিকা আর ব্যবহার করা হবে কি না, তা নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইন্দোনেশিয়া। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই টিকার ব্যবহার বন্ধ না করার পরামর্শ দিয়েছে দেশগুলিকে। তাদের দাবি, টিকা সম্পূর্ণ নিরাপদ। অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই। মঙ্গলবার গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার জন্য টিকা-নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন হু-র বিশেষজ্ঞরা।

হু-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন, “আমরা চাই না মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত হন। অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে দেশগুলোকে। রক্ত জমাট বাঁধার যে অভিযোগ উঠেছে এই সংস্থার টিকার বিরুদ্ধে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে টিকার কোনও সম্পর্ক খুঁজে পাইনি আমরা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement