জেনারেল সোলেমানির শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার মিছিল। সোমবার তেহরানে। ছবি- এএফপি।
মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের সেনাকর্তা জেনারেল কাসেম সোলেমানির শেষকৃত্য অনুষ্ঠানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন কম করে ৪৮ জন।
তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল মঙ্গলবার এই খবর দিয়েছে। জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ইরানে সোলেমানির বাড়ি যেখানে, সেই কেরমানে। আবেগবিহ্বল জনতা শেষকৃত্য অনুষ্ঠানের জায়গায় পৌঁছনোর জন্য তাড়াহুড়ো করায় এই দুর্ঘটনা ঘটে।
ওই টেলিভিশন চ্যানেলে ইরানের এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের প্রধান পিরহোসেন কৌলিভান্দ জানিয়েছেন, সোমবার তেহরানেও প্রায় দশ লক্ষ মানুষ মিছিল করেন নিহত ইরানি সেনাকর্তার শেষকৃত্য উপলক্ষে।
কেরমানে সোমবারের মিছিলে আমেরিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বদলা নেওয়ার দাবি ওঠে। ইরানের রেভোলিউশনারি গার্ডের শীর্ষ স্তরের কর্তারা মার্কিন সেনার দখলে থাকা জায়গাগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।