জগিংয়ে গিয়ে সীমান্ত পার

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জগিং করতে বেরিয়েছিলেন সেডেলা রোমান নামে ১৯ বছরের এক তরুণী। ফ্রান্সে থাকেন। মায়ের সঙ্গে দেখা করতে কানাডা গিয়েছিলেন। ২১ মে সকালে খেয়াল না করে আমেরিকায় ঢুকে পড়েন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০১:৫৮
Share:

সেডেলা রোমান। ছবি: এএফপি।

জগিং করতে করতে ভুল করে পেরিয়ে গিয়েছিলেন সীমান্ত। দু’সপ্তাহ আমেরিকায় আটক থেকে খেসারত দিতে হল এক ফরাসি তরুণীকে।

Advertisement

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জগিং করতে বেরিয়েছিলেন সেডেলা রোমান নামে ১৯ বছরের এক তরুণী। ফ্রান্সে থাকেন। মায়ের সঙ্গে দেখা করতে কানাডা গিয়েছিলেন। ২১ মে সকালে খেয়াল না করে আমেরিকায় ঢুকে পড়েন। প্রথমটায় তিনি বুঝতেই পারেননি অন্য দেশে ঢুকে পড়েছেন। সম্বিৎ ফেরে মার্কিন অফিসাররা পরিচয়পত্র দেখতে চাওয়ায়। সঙ্গে কিছু না থাকায়, শুরু হয় তল্লাশি। সেডেলার দাবি, তাঁকে ওয়াশিংটনের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ৫ জুন ছাড়া পান। মার্কিন আধিকারিকদের বক্তব্য, সেডেলা কানাডার নাগরিক হলে এত সময় লাগত না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement