France

ভিক্ষায় পাওয়া লটারির টিকিটে বাজিমাত, পেলেন ৪৩ লক্ষ টাকা!

ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট। সেখানকার রাস্তাতেই পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা           

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০৯:২৮
Share:

প্রতীকী ছবি।

ঘরবাড়ি নেই তাঁদের। রাস্তার ধারে ভিক্ষাবৃত্তি করে দিন চলে যায়। এ রকমই চার ব্যক্তি জিতেছেন বিশাল অঙ্কের লটারি। সেই নিয়েই আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট। সেখানকার রাস্তাতেই পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি। তাঁদের সকলেরই বয়স ৩০-এর কোঠায়। সম্প্রতি এক ব্যক্তি তাঁদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তাঁরা জিতেছেন ৫০ হাজার ইউরো। যা ভারতীয় মু্দ্রায় প্রায় ৪৩ লক্ষ টাকা।

ফরাসি লটারি সংস্থা এফডিজে, মঙ্গলবার এই ঘটনার খবর জানিয়েছে। ওই পুরস্কার মূল্য চার জনের মধ্যে ভাগ করে দিয়েছে এফডিজে। ওই সংস্থার মুখপাত্র বলেছেন, ‘‘এই পুরস্কার পেয়ে তাঁরা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কী ভাবে খরচ করবেন, তার কোনও পরিকল্পনা নেই। তাঁরা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।’’

Advertisement

আরও পড়ুন: পা দুটো চার ফুটেরও বেশি লম্বা, সাইজ মতো লেগিন্স পায় না কিশোরী

আরও পড়ুন: কফিন খুলতেই বেরিয়ে এল ২৫০০ বছরের পুরনো মমি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement