—প্রতীকী চিত্র।
বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে উদ্ধার হল ইউটিউবের প্রাক্তন সিইও সুজ়ান উইজেস্কির ছেলে মার্কো ট্রোপার (১৯)-এর মৃতদেহ। কয়েক দিন আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি খবরটি প্রকাশ্যে এনেছে তাঁর পরিবার।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে তারা এটিকে খুন বলে মনে করছে না। মৃত তরুণের দিদিমা এস্থার উইজেস্কি জানিয়েছেন, সম্ভবত অতিরিক্ত মাদক সেবনের কারণে নাতির মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি বলেছেন, ‘‘ও হয়তো কোনও মাদক নিয়েছিল। তবে সেটা কী তা জানি না। আমরা শুধু জানি, ওটা এক
প্রকার মাদক।’’
ট্রোপার-এর পরিবার সূত্রের খবর, কোন ধরনের মাদক নিয়েছিলেন ওই তরুণ, তা জানতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাঁরা রিপোর্টের অপেক্ষা করছেন। তবে রিপোর্ট পেতে এক মাসও লেগে যেতে পারে। ফেসবুক পোস্টে এস্থার লিখেছেন, তাঁর নাতি অঙ্কে তুখোড় ছিলেন। বিশ্ববিদ্যালয়ে সদ্য দ্বিতীয় সিমেস্টারে ভর্তি হয়েছিলেন ট্রোপার। বন্ধুদের মধ্যেও জনপ্রিয় ছিলেন তিনি।