ফাইল চিত্র।
একাই নয় আসনে ভোটে লড়বেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির নয় আসনে উপনির্বাচনে এমনই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গত ১১ এপ্রিল কমপক্ষে ১২৩ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইস্তফা দেন। গত ২৮ জুলাই তাঁদের মধ্যে ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১ আসনের মধ্যে দু’টি আসনে দুই জনপ্রতিনিধি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। তাই বাকি নয় আসনে নির্বাচন ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর ওই নয় কেন্দ্রে উপনির্বাচন।
শুক্রবার পিটিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে, ওই নয় কেন্দ্রে একাই লড়বেন ইমরান। এক জন প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন, এ নিয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই। তবে, নির্বাচনের পর শুধু মাত্র একটি কেন্দ্রই দখলে রাখতে পারবেন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি। এ ক্ষেত্রে যদি একের বেশি আসনে জেতেন ইমরান, তা হলে বাকি আসনগুলিতে আবারও নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে বাকি কেন্দ্রগুলিতে নির্বাচন করতে হবে কমিশনকে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে সভা করবেন তাঁরা। অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।