imran khan

নওয়াজ শরিফকে দুর্নীতি নিয়ে বিঁধতে গিয়ে আবার মোদী-বন্দনায় ইমরান খান

প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের স্বাধীন বিদেশনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন ইমরান। বলেছিলেন, ‘‘আমেরিকার চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে জনতাকে স্বস্তি দিয়েছে ভারত।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৫
Share:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তাঁর মুখে আগেও শোনা গিয়েছে। কিন্তু এ বার আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিঁধতে গিয়ে মোদী-বন্দনা করলেন ইমরান খান। শরিফের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ করে ভরা জনসভায় তিনি বলেন, ‘‘আমাকে এক জন এ রকম রাষ্ট্রনেতার নাম বলুন, যাঁর দেশের বাইরে এত সম্পত্তি রয়েছে। এমনকি, আমাদের প্রতিবেশী ভারতেও না। প্রধানমন্ত্রী মোদীর কত সম্পত্তি রয়েছে দেশের বাইরে?’’

Advertisement

পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শরিফকে তীব্র আক্রমণ শানালেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান। তাঁর অভিযোগ, দুর্নীতির পাহাড়ে বসে আছেন শরিফ। বিদেশে শরিফের বহু সম্পত্তি আছে বলেও দাবি ইমরানের। তিনি বলেন, ‘‘যদি কোনও দেশে আইনের শাসন না থাকে, তা হলে সেই দেশ বিনিয়োগের গন্তব্য হতে পারে না। আর আইনের শাসনের অভাবে দুর্নীতি তার শিকড় ছড়িয়ে দেয়। আমাকে এক জন রাষ্ট্রনেতার নাম বলুন, যাঁর দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। এমনকি, আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিদেশে কতগুলো সম্পত্তি আছে?’’ তার পরেই ইমরানের সংযোজন, ‘‘কেউ ভাবতেও পারবে না, বিদেশে শরিফের সম্পদের পরিমাণ কত!’’

গত এপ্রিলে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় ইমরানকে। যদিও তার আগেও তাঁর মুখে একাধিক বার মোদী এবং ভারতের প্রশংসা শোনা গিয়েছিল। যে ভাবে পশ্চিমের চাপ উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনেছে, তার প্রশংসা করে ইমরান বলেছিলেন, ‘‘কোয়াড সদস্য হওয়া সত্ত্বেও আমেরিকার চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে জনতাকে স্বস্তি দিয়েছে ভারত। কোনও ‘সুপার পাওয়ার’ তাদের ইচ্ছা ভারতের উপর চাপিয়ে দিতে পারে না। আমাদের সরকার সেই রকমই স্বাধীন বিদেশনীতি তৈরির পথে এগোচ্ছে।’’

Advertisement

তবে তার পর কেটে গিয়েছে কয়েক মাস। প্রধানমন্ত্রিত্ব গিয়েছে ইমরানের। কিন্তু ভারত বা প্রধানমন্ত্রী মোদীর প্রতি যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলায়নি, তা আবার এক বার বুঝিয়ে দিলেন ইমরান খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement