আসাদুদ্দিন ওয়েইসি। ফাইল ছবি।
আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছিলেন যে মুসলিম নেতারা, তাঁদের কটাক্ষ করলেন মিম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। ওয়েইসি জানান, ওই নেতারা আসলে অভিজাত শ্রেণির এবং তৃণমূল স্তরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত, গত মাসে পাঁচ মুসলিম ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছিলেন ভাগবত।
ভাগবতের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নজিব জঙ্গ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য লেফটেন্যান্ট জেনারেল জামিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি এবং ব্যবসায়ী সৈয়দ শেরভানি। এ বার তাঁদেরই ঘুরিয়ে কটাক্ষ করলেন ওয়েইসি।
ওয়েইসি বলেন, ‘‘ওঁরা গিয়ে ভাগবতের সঙ্গে দেখা করে এলেন। গোটা বিশ্ব জানে আরএসএসের মতাদর্শ কী। মুসলিমদের মধ্যে এই অভিজাত অংশটি যা করেন, তা-ই ঠিক। আর আমরা যখন মৌলিক অধিকারের জন্য রাজনৈতিক লড়াই করি, আমাদের খারাপ ভাবে দেখানো হয়।’’
তার পরেই ওয়েইসির সংযোজন, ‘‘এই অভিজাত অংশটির সঙ্গে বাস্তবের মাটির সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁরা আরএসএস প্রধানের সঙ্গে দেখা করতেই পারেন, এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। আমার তা নিয়ে প্রশ্ন করার এক্তিয়ার নেই। একই ভাবে তাঁদের আমাদের প্রশ্ন করার নৈতিক অধিকার নেই।’’
সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার, দিল্লির একটি মসজিদে গিয়েছিলেন তিনি। সেখানে সারা ভারত ইমাম সংগঠনের প্রধান উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকও করেন।
গত মাসের বৈঠক সম্পর্কে কুরেশি জানিয়েছিলেন, মোহন তাঁদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভাগবতকে উদ্ধৃত করে কুরেশি বলেছিলেন, ‘‘আমি সম্প্রীতি ধ্বংসের আবহ নিয়ে মোটেও খুশি নই। এটা একেবারেই ভুল। সহযোগিতা এবং সহমর্মিতা ছাড়া দেশ এগোতে পারে না।’’