Coronavirus

করোনা তহবিলের জন্য দৌড় পাঁচ ঘণ্টা

করোনা তহবিলে টাকা দান করতে ওই দিন তিনি যা করেছেন, তা নিয়েই আলোচনা করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৫:৩৬
Share:

বাড়ির বাগানে জেমস ক্যাম্পবেলের দৌড়। ছবি- এপি।

প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জেমস ক্যাম্পবেল। বুঝবার ছিল তাঁর জন্মদিন। করোনা তহবিলে টাকা দান করতে ওই দিন তিনি যা করেছেন, তা নিয়েই আলোচনা করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

করোনাভাইরাসের জেরের বাড়িতে বন্দি হয়ে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু তাই বলে থেমে নেই দৌড়। করোনাভাইরাস মোকাবিলার তহবিলে দান করবেন টাকা। সে জন্য জন্মদিনে বাড়ির বাগানেই দৌড়লেন তিনি। সেই ভিডিয়ো লাইভ স্ট্রিমিং করে যে টাকা পেয়েছেন তা দান করেছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে।

ক্যাম্পবেল জানিয়েছেন, তাঁর বাগানের দৈর্ঘ্য ছ’মিটার। সেই দৈর্ঘ্যের বাগানে তিনি পাক মেরেছেন সাত হাজার বারের বেশি। এবং এ ভাবে মোট ৪২.২ কিলোমিটার দৌড়েছেন তিনি। দৌড়নোর সময় নেটাগরিকদের পাশাপাশি তাঁর প্রতিবেশীদেরও তাঁকে উৎসাহিত করতে দেখা গিয়েছে। এর জেরে প্রায় ১৮ হাজার পাউন্ড উঠেছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা। আর তা তিনি দান করেছেন তহবিলে।

Advertisement

আরও পড়ুন: বিশ্বে ১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, সবচেয়ে সঙ্কটে আমেরিকা

আরও পড়ুন: চারিদিকে মৃত্যুর হাহাকার, ঠিক ১০০ বছর আগে আর এক অতিমারির শিকার হয়েছিল বিশ্ব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement