Hilsa Fish

২ কেজি ওজনের ৩ জোড়া বড় ইলিশ বিক্রি হচ্ছে, দাম জানলে চমকে যাবেন

রবিবার নদীতে জাল ফেলেছিলেন এক মৎস্যজীবী। ৬টি বড় ইলিশ ধরেছেন তিনি। ইলিশগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এক ব্যবসায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৩:২২
Share:

একসঙ্গে ছ’টি ইলিশ পেয়ে উচ্ছ্বসিত ওই মৎস্যজীবী। ফাইল চিত্র।

রোজই মাছ ধরতে নদীতে জাল ফেলেন মৎস্যজীবীরা। জালে অনেক রকমই মাছ ধরা পড়ে। কিন্তু যদি ইলিশ জালে উঠে আসে, তা হলে খুশিটা দ্বিগুণ হয়ে যায়। সে রকমই উচ্ছ্বাস ধরা পড়েছে এক মৎস্যজীবীর। নদীতে জাল ফেলে এক সঙ্গে ছ’টি ইলিশ মাছ ধরলেন ওই মৎস্যজীবী। প্রতিটি ইলিশের ওজন দু’কেজি। ইলিশগুলি কিনতে হলে গুনতে হবে কয়েক হাজার টাকা।

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রবিবার জাল ফেলেছিলেন হামিদ উল্লাহ নামে এক মৎস্যজীবী। রবিবার সন্ধ্যায় জাল টেনে তুলতেই দেখেন, তিন জোড়া ইলিশ পেয়েছেন। যার জেরে স্বভাবতই খুশি তিনি।

Advertisement

ছ’টি ইলিশ বিক্রি করতে পরে বাজারে নিয়ে যান ওই মৎস্যজীবী। তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকায় ইলিশগুলি কেনেন মৎস্য ব্যবসায়ী নবি হোসেন। ওই ব্যবসায়ীর কথায়, নাফ নদীর ইলিশ মাছও সুস্বাদু। সে কারণেই দাম বেশি। তিনি মাছগুলি কিনে আবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রির জন্য দাম ধার্য করা হয়েছে ২০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement