মানুষের ছোঁয়া পেতেই মারা গেল সাপ? ছবি: টুইটার
সাপের ছোবলে মৃত্যু হয়েছে, এমন দুর্ঘটনার কথা প্রায় শোনা যায়। কিন্তু মানুষের ছোঁয়ায় সাপের মৃত্যু হয়েছে, এমন ঘটনা সচরাচর ঘটে কি? সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জনৈক ব্যক্তি একটি সাপের গায়ে আঙুল ছোঁয়াতেই ধীরে ধীরে মুখ হাঁ করে জিভ বের করে ফেলে সাপটি। তার পর ধীরে ধীরে নিজের শরীর উল্টে মাটিতে পড়ে যায়। যেন মানুষের ছোঁয়া পেয়ে আচমকা ‘অক্কা’ পেল সাপটি। ওই ব্যক্তি পরে সাপটিকে সোজা করে শোয়ানোর চেষ্টা করলেও সাপটি নিথর হয়ে একই ভাবে পড়ে থাকে। তার শরীর যেন পাথরে পরিণত হয়েছে। আদতে সাপটি মারা যায়নি। সবই তার অভিনয়। জানা গিয়েছে, এই সাপটি ‘হগনোজ়’ প্রজাতির। সাধারণত, এই সাপের কোনও বিষ থাকে না।
ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীরা সাপটির আচরণ দেখে বেশ মজা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘‘একেবারে অস্কার পাওয়ার মতো অভিনয়!’’ এক জন বলেন, ‘‘সাপটির আচরণ দেখে মনে হচ্ছে, পুরনো কার্টুনের কোনও দৃশ্য বাস্তবে ফুটে উঠেছে।’’ কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। তবে, ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৩৩ লক্ষ নেটব্যবহারকারী দেখে ফেলেছেন।