— প্রতীকী চিত্র।
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইকের চালক। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে। এই ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে কিছু ক্ষণ বিক্ষোভ দেখান। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজনেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভাঙচুর করেন। —নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রে খবর, একটি বাইকে চেপে দুই আরোহী যখন কলকাতার দিকে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই ব্রেক মারেন বাইকের চালক। এর পর বাইকের পিছনে বসে থাকা ৫২ বছরের ওই আরোহী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আহত হন বাইকের চালকও। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর চম্পট দেয় লরি। এই ঘটনার পর রাস্তা অবরোধ করে কিছু ক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়েরা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং র্যাফ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে।