চরম বিশৃঙ্খলার মধ্যেই কাবুলি বিমানবন্দরে আফগান নিরাপত্তারক্ষী ও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর মধ্যে চলল গুলির লড়াই। জার্মান সেনার টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনাটি সামনে আনা হয়েছে। হামিদ কারজাই বিমানবন্দরে আইএস হামলা নিয়ে আশঙ্কার আবহে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
জার্মান সেনার টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরের উত্তর দিকের গেটে হঠাৎ করে ওই গুলির লড়াই শুরু হয়। ঘটনায় একজন আফগান নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে একজন আমেরিকান সেনাও রয়েছে। জার্মান সেনা জানিয়েছিল, তাদের কোনও সেনা আহত হননি ওই ঘটনায়।
রবিবারই আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে আইএস। জঙ্গি সংগঠনের হুমকি-বার্তার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছিল আফগানিস্তানের রাজধানী শহরের বিমানবন্দরে। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা।