আঙ্কারায় আতঙ্ক

সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা এবং জঙ্গি আক্রমণে তটস্থ হয়ে আছে দেশ। তার মধ্যেই মঙ্গলবার রাজধানী আঙ্কারার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়াল তুরস্কে।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০২:০৩
Share:

সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা এবং জঙ্গি আক্রমণে তটস্থ হয়ে আছে দেশ। তার মধ্যেই মঙ্গলবার রাজধানী আঙ্কারার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়াল তুরস্কে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় রটে যায়, আঙ্কারায় বড় মাপের বিস্ফোরণ হয়েছে। তার পরে অবশ্য অগ্নিকাণ্ডের কথা জানা যায়। সামরিক অভ্যুত্থানের বিচার প্রক্রিয়ায় এ দিন ধাক্কা খেয়েছে রিসেপ তাইপ এরদোগান সরকার। আঙ্কারার কোর্টে প্রাক্তন বায়ুসেনা প্রধান আকিন ওজতুর্ক জানিয়েছেন, অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। আগে তিনি এই ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন বলে জানিয়েছিল তুর্কি সংবাদমাধ্যমের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement