আইফেল টাওয়ার। ফাইল চিত্র।
প্যারিসের আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাওয়ারের দ্বিতীয় এবং তৃতীয় তলের মাঝে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। তড়িঘড়ি পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন বলছে, ১২ হাজার পর্যটকদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে দমকল মনে করছে, টাওয়ারে ওঠার জন্য যে লিফ্ট রয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে তাতে আগুন লেগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি পুলিশের তরফে।
বিশ্বের জনপ্রিয় পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আইফেল টাওয়ার। রোডজিনিয়াস-এর তথ্য অনুযায়ী, প্রতি দিন এই টাওয়ার দেখতে ১৫-২৫ হাজার পর্যটকের আনাগোনা লেগে থাকে। মঙ্গলবারও কয়েক হাজার পর্যটক ছিলেন আইফেল টাওয়ারে। সেই সময় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তৎপরতার সঙ্গে পর্যটকদের নিরাপদে টাওয়ার থেকে অন্যত্র সরিয়ে দেন।
এই প্রথম নয়, এর আগে ১৯৫৬ সালে আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।