স্লোগানের দায়ে এফআইআর 

সেখানকার ছাত্র এবং যুবকেরা স্লোগান দিয়েছেন ইমরানের বিরুদ্ধে।

Advertisement
মুজফ্ফরাবাদ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৫
Share:

—ফাইল চিত্র।

তিনি কাশ্মীরিদের ভালবাসেন বলে বারবার বার্তা দিতে চাইলেও পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেখানকার ছাত্র এবং যুবকেরা স্লোগান দিয়েছেন ইমরানের বিরুদ্ধে।

Advertisement

গত শুক্রবারের সেই ঘটনায় আজ ১১ জন কলেজ পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যম সূত্রে। মুজফ্ফরাবাদের ওই মিছিলে শুক্রবার যুবক-ছাত্রদের মুখে শোনা গিয়েছে, ‘ইমরান খান গো ব্যাক’ ‘কাশ্মীর বনেগা হিন্দুস্তান’– এর মতো স্লোগান।

বিশ্লেষকেরা বলছেন, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাঁদের ভাবাবেগ স্পষ্ট করেছেন ইমরানের বিরুদ্ধে স্লোগান দিয়ে। এর আগেও ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তাঁরা। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তান যখন মিথ্যে অভিযোগ করেছে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরে নিগ্রহ চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement