FIFA World Cup 2022

মেসি-এমবাপেদের সঙ্গে রেকর্ড ভাঙল গুগলও! বিশ্বকাপের রাতে বিশেষ প্রাপ্তির খবর দিলেন পিচাই

রবিবার ছিল বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলা। সামাজিক মাধ্যমের সমস্ত প্ল্যাটফর্মে সেই সময় ট্রেন্ডে ছিল মেসি, এমবাপে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৭:৫২
Share:

সুন্দর টুইট করেছেন, ‘‘ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সার্চে যে পরিমাণ ভিড় জমেছিল, তা গত ২৫ বছরে কখনও হয়নি।’’ ফাইল চিত্র।

রবিবার রাতে লিয়োনেল মেসি আর কিলিয়ান এমবাপেদের মতো রেকর্ড ভেঙেছে সার্চ ইঞ্জিন গুগুল-ও। ১৮ ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালীন যে পরিমাণে গুগল সার্চ হয়েছে, তা নাকি গত ২৫ বছরের ইতিহাসে কখনও হয়নি! গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই টুইটারে দিয়েছেন এই খবর। সোমবার সকালে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘তখন গুগল সার্চের সংখ্যা আর খোঁজাখুজির বিষয় দেখে মনে হচ্ছিল, গোটা বিশ্বের ভাবনা একটি বিষয় নিয়েই। পৃথিবী আর কিচ্ছু জানতে চায়না!’’

Advertisement

রবিবার ছিল বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলা। উত্তেজনায় প্রায় হৃৎপিণ্ড হাতে চলে আসা ওই ম্যাচে কাতারের লুসেল স্টেডিয়ামে শেষ হাসি হাসেন মেসিরাই। দেড়ঘণ্টায় শেষ হয়ে যাওয়ার কথা যে ম্যাচের, তার মেয়াদ বাড়তে বাড়তে পৌঁছয় প্রায় তিন ঘণ্টায়। তখনও দু’পক্ষের স্কোর বোর্ড ৩-৩। শেষে পেনাল্টিতে জয় ছিনিয়ে নেন মেসি-আলভারেজ-মার্টিনেজরা।

সামাজিক মাধ্যমের সমস্ত প্ল্যাটফর্মে সেই সময় ট্রেন্ডে ছিল মেসি, এমবাপে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে গুগলের সার্চ ইঞ্জিন ছাপিয়ে গিয়েছে গত ২৫ বছরের সমস্ত রেকর্ড। সুন্দর টুইট করেছেন, ‘‘ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সার্চে যে পরিমাণ ভিড় জমেছিল, তা গত ২৫ বছরে কখনও হয়নি।’’

Advertisement

রবিবার রাতে আরও একটি টুইট করে সুন্দর লিখেছিলেন, ‘‘ফুটবল সব খেলার সেরা। ফ্রান্স এবং আর্জেন্টিনা দু’দলই দারুণ খেলেছে, তবে এই বিশ্বকাপ নেওয়ার যোগ্যতা মেসির থেকে বেশি আর কারও নেই। কী অপূর্ব ওঁর এই শেষের গান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement