২০১৯ সালের ১ মে ময়ুষীর পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়।
তিন বছর ধরে নিখোঁজ। অবশেষে আমেরিকার ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ‘নিখোঁজ’ তালিকায় নাম উঠল সেই ভারতীয় মহিলার। নাগরিকদের এই বিষয়ে সাহায্যের আবেদন জানাল আমেরিকার তদন্তকারী সংস্থা।
নিউ জার্সি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়ুষী ভগত। ২০১৯ সালের ২৯ এপ্রিল সন্ধ্যাবেলা শেষ বার নিউ জার্সির জার্সি সিটির আবাসন থেকে বেরোতে দেখা গিয়েছিল তাঁকে। পরে ছিলেন কালো টিশার্ট আর রঙিন পাজামা। ২০১৯ সালের ১ মে ময়ুষীর পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়।
পরিবারের তরফে থানায় জানানো হয়েছিল, ময়ুষীর উচ্চতা পাঁচ ফুট ১০ ইঞ্চি। মাঝারি গড়ন। কালো চুল আর চোখের রং বাদামি। ২০১৬ সালে স্টুডেন্ট ভিসায় ময়ুষী আমেরিকায় এসেছিলেন। প্রথমে নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন তিনি।
বুধবার এফবিআই-এর নেওয়ার্ক বিভাগ নিজেদের ওয়েবসাইটের ‘নিখোঁজ ব্যক্তি’ তালিকায় ময়ুষীর নাম সংযোজন করে। আবেদন করা হয়েছে, ময়ুষীর কোনও খোঁজ পেলে যেন এফবিআই বা কাছের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়।