মাটান মেয়ার। ছবি: সমাজমাধ্যম।
ইজ়রায়েলি-প্যালেস্টাইন সংঘর্ষের চিত্র বিশ্বের দিকে দিকে পৌঁছে দিয়েছে ইজ়রায়েলি ওটিটি সিরিজ় ‘ফওদা’। এ বার বাস্তবের ইজ়রায়েল-হামাস সংঘর্ষে নিহত হলেন সেই সিরিজ়ের প্রযোজনা কর্মী মাটান মেয়ার। সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন ‘ফওদা’-র সঙ্গে যুক্ত সকলে।
‘ফওদা’-র পাশাপাশি ‘দ্য কপস’-এর মতো ইজ়রায়েলি সিরিজ়েও কাজ করেছেন মেয়ার। ইজ়রায়েলের মজুত সেনাবাহিনীর (রিজ়ার্ভ) সার্জেন্ট মেজর জেনারেল পদে ছিলেন তিনি। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে নিহত হয়েছেন মেয়ার। তিনি সেনার ৫৫১তম ব্রিগেডের ৬৯৭তম ব্যাটেলিয়নে মোতায়েন ছিলেন। মেয়ার আদতে গোলান হাইটসের উত্তরে ওডেম এলাকার বাসিন্দা। ‘ফওদা’ সিরিজ়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘মেয়ার প্রযোজনার গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন।’’
‘ফওদা’ সিরিজ়ের অন্যতম মূল চরিত্র ডোরনের ভূমিকায় অভিনয় করেন লিয়র র্যাজ়। তিনি ওই সিরিজ়ের সহ-নির্মাতাও বটে। প্রাক্তন সেনা লিয়র হামাসের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে দক্ষিণ ইজ়রায়েল থেকে দু’টি পরিবারকে উদ্ধার করার অভিযানে যোগ দিয়েছিলেন। সিরিজ়ের আর এক অভিনেতা ইডান আমেডিও এখন যুদ্ধক্ষেত্রে।