Suitcase

Bizarre: নিলামে কেনা স্যুটকেস খুলতেই বেরিয়ে এল মৃতদেহ!

স্যুটকেসের ভিতরে মানুষের দেহাংশ দেখার পরই কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশে খবর দেয় ওই পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৭:৩৫
Share:

পুলিশ জানিয়েছে, দেহটি কার, ওই দেহ কত দিনের পুরনো এবং কী ভাবে ওই স্যুটকেসে এল, সব খতিয়ে দেখা হচ্ছে। প্রতীকী ছবি।

নিলামে ওঠা একটি স্যুটকেস কিনে এনেছিল এক পরিবার। অনেক দর হাঁকিয়ে কিনে আনা সেই স্যুটকেস বাড়িতে এনে খুলতেই হাড় হিম হয়ে গেল সকলের। স্যুটকেসের ভিতর থেকে বেরিয়ে এল মানুষের হাড়গোড়, খুলি এবং দেহাংশ। ঘটনাটি নিউজিল্যান্ডের।

Advertisement

স্যুটকেসের ভিতরে মানুষের দেহাংশ দেখার পরই কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশে খবর দেয় ওই পরিবার। পুলিশ এসে স্যুটকেস এবং দেহাবশেষ নিয়ে গিয়েছে। ওই পরিবারের দাবি, নিলামের সময় তাঁদের দেখতে দেওয়া হয়নি স্যুটকেসের ভিতর কী রয়েছে। তবে দীর্ঘ দিনের পুরনো ওই স্যুটকেস কিনতে কেন এত উৎসাহ দেখিয়েছিল, সে বিষয়ে পরিবারটি কিছু জানায়নি।

পুলিশ জানিয়েছে, দেহটি কার, ওই দেহ কত দিনের পুরনো এবং কী ভাবে ওই স্যুটকেসে এল, সব খতিয়ে দেখা হচ্ছে। নিলামকারী সংস্থার সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করেছে পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই জানা যাবে এই স্যুটকেসের রহস্য। তবে বিষয়টি নিয়ে ওই পরিবার আতঙ্কে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement