car

Bizarre: অচৈতন্য চালক, ওই অবস্থাতে ২৫ কিমি চলল গাড়ি! অক্ষত থাকলেন চালকও

পুলিশ জানিয়েছে, চালক অচৈতন্য হয়ে পড়ার পর ওই অবস্থায় গাড়িটি ২৫ কিলোমিটার চলেছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেলস শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৬:৪২
Share:

চালক অচৈতন্য হয়ে পড়ার পর গাড়িটি লেনও বদল করেছিল বেশ কয়েক বার। প্রতীকী ছবি।

গাড়ি চালাতে চালাতে অচৈতন্য হয়ে পড়েছিলেন চালক। সেই অবস্থাতেই গাড়ি চলল রাস্তা ধরে। পথচলতি মানুষ ‘চালকবিহীন গাড়ি’ দেখে থমকে যান। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গাড়িটির অবস্থান চিহ্নিত করে সেখানে পৌঁছয়।

Advertisement

গাড়িটিকে থামানোর পর ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা চালককে দেখে স্তম্ভিত হয়ে যান তাঁরা। তৎক্ষণাৎ তাঁরা অ্যাম্বুল্যান্সে খবর দেন। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশ্চর্যজনক ভাবে, ওই ব্যক্তির শরীরে কোথাও চোট বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি বেলজিয়ামের।

পুলিশ জানিয়েছে, চালক অচৈতন্য হয়ে পড়ার পর ওই অবস্থায় গাড়িটি ২৫ কিলোমিটার চলেছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে তারা। শুধু তাই-ই নয়, চালক অচৈতন্য হয়ে পড়ার পর গাড়িটি লেনও বদল করেছিল বেশ কয়েক বার। গাড়ির লেন অ্যাসিস্ট এবং ক্রুজ কন্ট্রোল সক্রিয় হয়ে যাওয়ায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করে গিয়েছে সেই প্রযুক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement