প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তার কারণে সন্তানধারণের পরিকল্পনা বাতিল করছে বহু দম্পতি। সম্প্রতি জার্নাল অব সাইকোসোমাটিক অবস্টেট্রিকস এবং গাইনিকোলজি পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
ওই পত্রিকার দাবি, ইটালি-সহ ইউরোপের কয়েকটি দেশে ১,৪৮২ জনের উপরে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, এই পরিস্থিতিতে ৮০ শতাংশের বেশি দম্পতি সন্তানধারণের পরিকল্পনা বাতিল করেছেন। আর্থিক অনিশ্চয়তাকেই এর অন্যমত কারণ বলে তাঁরা দায়ী করছেন। রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে, করোনা-পর্বে অবাঞ্ছিত মাতৃত্বের হার বাড়বে। তা ছাড়া এ বছর মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্ব জুড়ে জন্ম নেবে ১১ কোটি ৬০ লক্ষ শিশু। যার শীর্ষ স্থানে থাকবে ভারত।
আরও পড়ুন: করোনা আবহে জন্মহারে শীর্ষে থাকবে ভারত