আইনস্টাইন কে ছিলেন? এই প্রশ্ন করলে সকলেই এক বাক্যে উত্তর দেবেন নোবেলজয়ী পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইন। তবে এখানে যে আইনস্টাইনের কথা বলছি, তিনি পদার্থবিদ নন, নোবেলজয়ীও নন, আবার অ্যালবার্টও নন।
এই আইনস্টাইন কে?
এই আইনস্টাইন আফ্রিকার ধূসর রঙের একটি তোতাপাখি। আমেরিকার টেনেসির নক্সভাইল চিড়িয়াখানায় এর বাস। ট্যালেন্টের জন্য ইনিই এখন সোশ্যাল মিডিয়ার হিরো।
আরও পড়ুন: হঠাৎই বিপরীত হাওয়া, সিরিয়ায় ‘মুখোমুখি সমরে’ আমেরিকা আর রাশিয়া
গত মঙ্গলবারেই ৩০ বছর পূর্ণ হল আইস্টাইনের। তার জন্মদিন পালন করা হয়েছে একটু অন্য ভাবে। তার প্রশিক্ষক অ্যাডাম প্যাটারসন অনলাইনে আইনস্টাইনের শব্দভাণ্ডারের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল।
দেখুন সেই ভিডিও