ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জখমদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ছবি রয়টার্স।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। ভারতীয় সময় সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী জাকার্তা। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬।
সংবাদ সংস্থা সূত্রে খবর, কম্পনের উৎসস্থল পশ্চিম জাভার সিয়ানজুরে। কম্পনের আতঙ্কে ঘর ছেড়ে বেড়িয়ে আসেন বহু মানুষ। খালি করে দেওয়া হয় অফিস। ভূমিকম্পে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে অনেকে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ক’দিন আগেও কম্পন অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। গত শুক্রবার সে দেশে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। কিন্তু কোনও ক্ষয়ক্ষতি সে ভাবে হয়নি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইংগানোর কাছে।