Shark Attack

Shark Attack: নেশার ঘোরে সমুদ্রে নেমে প্রস্রাব করতেই কামড়ে দিল হাঙর, বেঘোরে মৃত্যু প্রৌঢ়ের

জানা গিয়েছে, মার্সেলো রোচা স্যান্টোস নামে এক ব্যক্তি ৯ জুলাই রাতে বন্ধুদের নিয়ে ব্রাজিলের পীডাদে সমুদ্র সৈকতে পার্টি করছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৫:৩৪
Share:

প্রতীকী ছবি।

নেশার ঘোরে সমুদ্রে প্রস্রাব করতে হাঙরের হামলায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। ঘটনাটি ব্রাজিলের।

Advertisement

জানা গিয়েছে, মার্সেলো রোচা স্যান্টোস নামে ওই প্রৌঢ় ৯ জুলাই রাতে বন্ধুদের নিয়ে ব্রাজিলের পীডাদে সমুদ্র সৈকতে পার্টি করছিলেন। খাওয়াদাওয়ার সঙ্গে প্রচুর মদ্যপানও হয়েছিল সেই রাতে। পার্টি শেষে সমুদ্রে নেমে প্রস্রাব করতে যান মার্সেলো।

নেশার ঘোরে তিনি ভুলেই গিয়েছিলেন যে ওই সৈকত হাঙরের জন্য কুখ্যাত। ফলে মার্সেলো যখন প্রস্রাব শুরু করেন, তার তীব্র গন্ধে আকৃষ্ট হয় হাঙর। নেশার ঘোরে থাকায় হাঙরের উপস্থিতি টের পাননি মার্সেলো। হাঙরের দল মার্সেলোর হাত পা কেটে নেয়। ফলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি।

Advertisement

পর দিন ভোরে সৈকতে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল মার্সেলোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement