ড্রোন হামলার পর সারাটোভের সেই বহুতল। ছবি: এক্স।
ফের রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। দু’দেশের যুদ্ধের আবহে এ বার রাশিয়ার সারাটোভের একটি বহুতলে ড্রোন হামলা চালাল ইউক্রেন। ওই মুহূর্তের দৃশ্য কিছু ক্ষণের মধ্যেই সংবাদমাধ্যম মারফত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এই হামলা মনে করিয়ে দিচ্ছে ৯/১১-র সেই ছবি। যেখানে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা চালিয়েছিল আল কায়দা।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সারাটোভের এক বহুতলে ধাক্কা মারল ড্রোন। আর তাতেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল বহুতলের একাংশ। একই সময় খানিক দূরে আকাশে উড়ছে আরও একাধিক ড্রোন। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই চমকে উঠেছে গোটা বিশ্ব।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে রাশিয়ার সারাটোভের ৩৮ তলা এক ইমারতে হামলা করেছে ইউক্রেনের ওই ড্রোন। বহুতলটির নাম ‘ভোল্গা স্কাই’। শহরের সবচেয়ে উঁচু বহুতল সেটি। ড্রোন হামলায় এখনও নিশ্চিত ভাবে কোনও হতাহতের খবর জানা যায়নি। তবে কোনও কোনও সূত্র বলছে ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য দাবি করেছে, চিন্তার কারণ নেই। সে দেশের সরকারি সূত্র বলছে, সোমবারই সারাটোভের আকাশে উড়তে থাকা ইউক্রেনের অন্তত ন’টি ড্রোনকে নিকেশ করেছে তারা। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৯০০ কিলোমিটার দুরের শহর সারাটোভ। এর পরেই ওই অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রিবাহী বিমান পরিষেবা।
গত দু’বছরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দু’দেশেই মুহুর্মুহু হামলা চলছে। সোমবার রাশিয়ার ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৯/১১র হামলার কথা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া টাওয়ারে বিমান হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। এই হামলার অন্যতম মূল চক্রী ছিলেন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের বিশ্বস্ত সঙ্গী খালিদ শেখ মহম্মদ। মৃত্যু হয় কয়েক হাজার সাধারণ মানুষের। একই ধাঁচে এ বার হামলা হল রাশিয়ার বহুতলে।