আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিমেষে বন্ধ করতে পারে পশ্চিম এশিয়ার এক দেশ। তাদের এক সিদ্ধান্তে অবিলম্বে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য পশ্চিম এশিয়ার সৌদি আরবের কী করা উচিত, তা-ও বলে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, সৌদি এবং খনিজ তেল রফতানিকারী অন্য দেশগুলির উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তা হলেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
সুইৎজ়ারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনীতি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে নিজের বক্তব্য জানান ট্রাম্প। তিনি জানিয়েছেন, এখনও যে পশ্চিম এশিয়ার তেল রফতানিকারী দেশগুলি তেলের দাম কমায়নি, তাতে তিনি বিস্মিত। তাঁর মতে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি-সহ বাকিদের। পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংস্থা ওপিইসির সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘সৌদি এবং ওপিইসির সকলকে আমি বলব, তেলের দাম কমান। আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে, এখনও যে এটা করা হয়নি, তাতে আমি অবাক। তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।’’
ট্রাম্প আরও বলেন, ‘‘খনিজ তেলের দাম এখন অনেক বেশি। তাই যুদ্ধ চলবে। যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে, তার জন্য ওই দেশগুলি অনেকাংশে দায়ী। এত মানুষ মারা যাচ্ছেন! তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলব।’’
ডাভোসের ভাষণের আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। অবিলম্বে এই দ্বন্দ্বের সমাধান দাবি করেছিলেন। রাশিয়াকে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।