আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। —ফাইল চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার শপথ নেওয়ার আগে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় জমানার প্রথম ১০০ দিনে কী কী পদক্ষেপ করতে চলেছেন, তারও আভাস দিয়ে রাখলেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই আমেরিকায় অভিবাসনের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ জারি করতে চলেছেন তিনি। নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প কড়া অভিবাসন নীতি চালু করার পক্ষে জোর দিয়ে এসেছেন। হোয়াইট হাউসের দায়িত্ব পেলে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন বলেও দাবি করেছিলেন। ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগে অভিবাসন নীতির ক্ষেত্রে নিজের অবস্থান আবারও স্পষ্ট করলেন তিনি।
শপথগ্রহণের আগে ওয়াশিংটনে এক বিজয় সভায় বক্তৃতা করেন ট্রাম্প। আমেরিকার প্রতিটি সমস্যার ‘ঐতিহাসিক গতি এবং শক্তিতে’ সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, "আগামিকাল সূর্যাস্তের আগেই আমাদের দেশে বাইরে থেকে ‘আক্রমণ’ বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন জমানার ‘প্রতিটি কট্টরপন্থী এবং বোকা বোকা সরকারি নির্দেশ’ প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
ওয়াশিংটনের ওই বিজয় ভাষণে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ রুখে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমেরিকার হবু প্রেসিডেন্ট বলেন, “আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব। পশ্চিম এশিয়ায় অস্থিরতা বন্ধ করব এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া আটকাব। আপনাদের কোনও ধারনা নেই, আমরা কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছি।”
আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সে দেশের রাজনীতিতে। গত বছর নির্বাচনী প্রচারের সময়ে এই প্রসঙ্গ বার বার উঠে এসেছে। শপথ নেওয়ার আগে ট্রাম্প জানান, অবৈধ ভাবে যাঁরা আমেরিকায় প্রবেশ করেছেন, তাঁদের সকলকে ফেরত পাঠাবেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, কোনও বিদেশি অপরাধচক্রকে আমেরিকায় বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, ভিন্ দেশ থেকে কিছু অপরাধচক্র আমেরিকায় এসেছে। সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, দায়িত্ব গ্রহণের পরই আমেরিকার সীমান্তে নিরাপত্তার উপর জোর দিতে চলেছেন তিনি। মাদক পাচার চক্রগুলিকে ‘বিদেশি জঙ্গি গোষ্ঠী’ হিসাবে ঘোষণা করা হতে পারে। এ ছাড়া আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তে জরুরি পরিস্থিতিও ঘোষণা করা হতে পারে।
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ গ্রহণ করবেন ট্রাম্প। ভারত সরকারের তরফে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী এবং তাঁর স্ত্রী নীতা অম্বানী। সূত্রের খবর, ট্রাম্পের শপথগ্রহণের আগে একটি নৈশভোজে আমন্ত্রিত ছিলেন তাঁরা।