Russian intervention

সমন পাঠিয়েও মুলার ট্রাম্পকে ডাকতে পারেন

ট্রাম্পের অন্য আইনজীবীদের অবশ্য বক্তব্য, রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে সরকারি তদন্তকারীদের মুখোমুখি হতে বাধ্য নন প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১২:০৩
Share:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে ডোনাল্ড ট্রাম্পকে ডাকা হতে পারে জানালেন মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী রবার্ট মুলার। গত মার্চেই ট্রাম্পের আইনজীবীর সঙ্গে কথায় মুলার এই ইঙ্গিত দিয়েছিলেন।

Advertisement

ট্রাম্পের অন্য আইনজীবীদের অবশ্য বক্তব্য, রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে সরকারি তদন্তকারীদের মুখোমুখি হতে বাধ্য নন প্রেসিডেন্ট। মুলার-ঘনিষ্ঠরা বলছেন, ট্রাম্প রাজি না হলে তাঁকে সমন পাঠানো হতে পারে। অনেকে আবার বলছেন, মুলার অত দূর যাবেন না। মুলার-ঘনিষ্ঠদের বক্তব্য, প্রয়োজনে এ ব্যাপারে ট্রাম্পকে যা যা প্রশ্ন করা হবে, সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য প্রেসিডেন্টের আইনজীবীদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

প্রেসিডেন্টের আগের আইনজীবী জন ডাওড জানিয়েছিলেন, ট্রাম্পকে প্রশ্নের মুখোমুখি হতে বাধ্য করা হবে, এমন ইঙ্গিত দিয়েছিলেন মুলার। একটি মার্কিন দৈনিকে সেই সব সম্ভাব্য প্রশ্ন প্রকাশিতও হয়েছিল। প্রাক্তন এফবিআই অধিকর্তা জেমস কোমিকে বরখাস্ত করার পিছনে ট্রাম্পের উদ্দেশ্য এবং তাঁর শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ— প্রশ্নের মধ্যে থাকছেই বলে জানা যায় তখন।

Advertisement

প্রেসিডেন্টের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী অ্যালান ডেরশোউইৎজের দাবি, মুলারের সঙ্গে কথা বলা উচিত নয় ট্রাম্পের। অ্যালান এক দৈনিকে বলেছেন, ‘‘জটিল, ধারাল প্রশ্ন, যার উত্তরে শুধু হ্যাঁ বা না বলা যায়, তেমন কিছু দেওয়া হবে না ট্রাম্পকে। বরং সামান্য কিছু ইঙ্গিত রাখা হবে যাতে উনি না থেমে কথা বলেই চলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement