বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি। এরশাদ আমলের পর আবার গণঅভ্যুত্থান। ছাত্র আন্দোলনের সামনে নতি স্বীকার, পতন হয় হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী মঞ্চ মিলিয়ে দিল সব মত, সব পথ। দক্ষিণপন্থার সঙ্গে তফাৎ রেখেই লড়াইয়ে বাম। বাংলাদেশের পটপরিবর্তনে কী ভূমিকা সে দেশের কমিউনিস্ট পার্টির? ভারতীয় কমিউনিস্টদের থেকেই বা কী দাবি তাঁদের? অতীতের শিক্ষা আর আগামীর রূপরেখা, কোন পথে বাংলাদেশের বাম, সরেজমিনে আনন্দবাজার অনলাইন।