বৃষ্টিভেজা বক্তৃতায় ভিড়ে খুশি ট্রাম্প

মার্টিন লুথার কিং জুনিয়র যেখান থেকে ‘‘আই হ্যাভ আ ড্রিম’’ বক্তৃতা দিয়েছিলেন, তার অদূরেই বক্তৃতা দেন ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ০৪:০২
Share:

—ফাইল চিত্র।

ভরা বৃষ্টিকে জয় করে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ৪ জুলাই, স্বাধীনতা দিবসের বক্তৃতা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল মল-এ জমা হওয়া ভিড়কে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বললেন, ‘‘আমরা এক জাতি হিসেবে আজ একত্রিত হয়েছি।’’

Advertisement

মার্টিন লুথার কিং জুনিয়র যেখান থেকে ‘‘আই হ্যাভ আ ড্রিম’’ বক্তৃতা দিয়েছিলেন, তার অদূরেই বক্তৃতা দেন ট্রাম্প। বক্তৃতা শেষে আকাশে চক্কর দেয় যুদ্ধবিমান। এয়ার ফোর্স ওয়ান-ও ব্যতিক্রমী উড়ানে শামিল হয়েছে ন্যাশনাল মল-এর উপরে। সমালোচকেরা আগেই বলেছিলেন, স্বাধীনতা দিবসে ট্রাম্পের এই শক্তি জাহির আগামী বছরের নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয়। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তৃতায় এ বার মেরুকরণের প্রভাব অনেকটাই কম ছিল।

ট্রাম্পের বক্তৃতা শুনতে আসা শ্রোতাদের ভিড়ে যেমন ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ লেখা টুপি পরা লোক ছিল, তেমনই ছিল বেবি ট্রাম্প-বেলুন হাতে ধরা মানুষ— লন্ডনের পরে ওয়াশিংটনেও প্রথম পা রাখল সে। ট্রাম্প সে সবে পাত্তা না দিয়ে সকলের উদ্দেশে বলেন, ‘‘আমরা যদি সৎ ভাবে এগোই, আমাদের মহান ইতিহাস মনে রাখি, উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে লড়াই না থামাই, তা হলে বিশ্বে এমন কোনও বস্তু নেই যা আমেরিকা করতে পারবে না।’’

Advertisement

মঙ্গল গ্রহে মার্কিন পতাকা পুঁতে আসার শপথ নিয়েছেন প্রেসিডেন্ট। নাসা-র কাজের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আমরা খুব শীঘ্র আবার চাঁদে যাব। আর কোনও একদিন আমরা মঙ্গলেও মার্কিন পতাকা পুঁতে আসব।’’

এত রকম সামরিক সম্ভার সাজিয়েও বক্তৃতায় ট্রাম্প লোক টানতে পারবেন কি না, তা নিয়ে শেষ মুহূর্তেও উদ্বেগ ছিল মার্কিন প্রশাসনের। যদিও বক্তৃতা শেষে ফিরে সন্তুষ্ট ট্রাম্পের টুইট, ‘‘দারুণ দেশভক্তদের ভিড় ছিল।’’ তার পর সামরিক শক্তি প্রদর্শন সূত্রে যুবসমাজের প্রতি তাঁর বার্তা, ‘‘আপনাদের বলছি, এখনই সুযোগ! সেনাবাহিনীতে যোগ দিন। জীবনে অর্থপূর্ণ কিছু করুন।’’ মহিলাদের ভোটাধিকারের এটা শতবর্ষ— সেটা উল্লেখ করতেও ভোলেননি ট্রাম্প। শ্রদ্ধা জানান মার্কিন গৃহযুদ্ধের ইতিহাসের প্রতিও।

আকাশপথে উড়ান আর আতসবাজির খেলা দেখানোর জন্য বন্ধ রাখা হয়েছিল ওয়াশিংটনের রেগান ন্যাশনাল এয়ারপোর্ট। যার জেরে বেশ কিছু বিমান ওঠানামায় দেরি হয়েছে। ৪ জুলাইয়ের অনুষ্ঠানের জন্য দেশের কোনও বিমানবন্দর এই প্রথম বন্ধ রাখা হল। এর মধ্যে ট্রাম্প বক্তৃতা দেওয়া আগে হোয়াইট হাউসের সামনে পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement