US Presidential Election 2024

সমর্থকেরা চাইলে তৃতীয় বারও প্রেসিডেন্ট হতে রাজি! প্রথা ভাঙার ইঙ্গিত দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুযায়ী, এক জন প্রেসিডেন্ট দু’দফায় মোট আট বছর পদে থাকতে পারেন। সেই হিসাবে নতুন বিধি প্রণয়ন না হলে ট্রাম্প তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৯:২৮
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র

সমর্থকেরা চাইলে তৃতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে রাজি ডোনাল্ড ট্রাম্প। বুধবার আমেরিকার ভাবী প্রেসিডেন্ট নিজেই সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওয়াশিংটনের একটি হোটেলে তাঁদের সামনে দাঁড়িয়েই ট্রাম্প জানান, সমর্থকেরা চাইলে তিনি তৃতীয় বারও প্রেসিডেন্ট হতে রাজি!

Advertisement

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুযায়ী, এক জন প্রেসিডেন্ট দু’দফায় মোট আট বছর পদে থাকতে পারেন। ট্রাম্প ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন তিনি। অর্থাৎ, ২০২৮ সালে যখন আমেরিকায় ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে, তখন সর্বোচ্চ আট বছরের মেয়াদ পূরণ করে ফেলবেন রিপাবলিকান পার্টির এই নেতা। তার পর তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে সাংবিধানিক বিধিতে বদল আনা হলে ট্রাম্পের ফের হোয়াইট হাউসে ঢোকার পথ প্রশস্ত হবে। বুধবার পরোক্ষে ট্রাম্প সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার ট্রাম্প বলেন, “আমার ধারণা যে, আমি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব না। অবশ্য যদি আপনারা বলেন যে, ‘তিনি ভাল ছিলেন। কিংবা, বিশেষ এক জনকে আমরা পেয়েছি’, তা হলে আলাদা কথা।” ট্রাম্পের এই মন্তব্য নিয়েই জলঘোলা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ২২তম সংশোধনীতে বলা হয়েছিল, কোনও প্রেসিডেন্টই তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন না। মূলত ক্ষমতার অপব্যবহার রুখতেই এই সংশোধনী আনা হয়েছিল। ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প সেই সাংবিধানিক বিধি বদলাতে চলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপাবলিকান পার্টির অন্দরেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement