Elon Musk

‘ভেড়ার চামড়া গায়ে নেকড়ের প্রবেশ’! মাস্কের সংস্থা নিয়ে সতর্কবার্তা কেন্দ্রকে

কূটনীতি ফাউন্ডেশনের বক্তব্য, আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের সঙ্গে স্টারলিঙ্কের কর্ণধার মাস্কের যোগাযোগ স্থাপন সময়ের অপেক্ষা। যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে উদ্বেগের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৭:৩৭
Share:

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

কৃত্রিম উপগ্রহভিত্তিক (স্যাটেলাইট) ইন্টারনেট পরিষেবার জন্য স্পেকট্রাম বণ্টনের নিয়ম নিয়ে ভারতীয় সংস্থা রিলায়্যান্স জিয়ো এবং ভারতী এয়ারটেলের সঙ্গে তরজায় জড়িয়েছে আমেরিকার স্টারলিঙ্ক। এরই মধ্যে ইলন মাস্কের সংস্থার বিষয়ে কেন্দ্রকে সতর্ক করল পরামর্শদাতা সংস্থা কূটনীতি ফাউন্ডেশন। তাদের সতর্কবার্তা, স্টারলিঙ্কের পরিষেবা আদতে ‘ভেড়ার চামড়া গায়ে নেকড়ের প্রবেশ’। ‘নিরীহ’ সংস্থার বেশে ঢুকে দেশের গোপন তথ্য ফাঁস করতে পারে তারা। চাপিয়ে দিতে পারে আমেরিকা সরকারের মতামত। উল্লেখ্য, মাস্ককে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

কূটনীতি ফাউন্ডেশনের বক্তব্য, আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের সঙ্গে স্টারলিঙ্কের কর্ণধার মাস্কের যোগাযোগ স্থাপন সময়ের অপেক্ষা। যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে উদ্বেগের। কারণ, যে স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে, তা পরিচালনা করা হবে দেশের বাইরে থেকে। ইন্টারনেট ও ফোনকল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখা কোনও গুরুত্ব পাবে না। ফলে গ্রাহক তথ্য সরাসরি আমেরিকা প্রশাসনের হাতে যাওয়া অসম্ভব নয়। এই প্রসঙ্গে ব্রাজ়িল, ইরান ও ইউক্রেনে স্টারলিঙ্ক কী ভাবে নাগরিকদের তথ্য ও দেশের গোপন তথ্য ফাঁস করেছে তারও উল্লেখ করা হয়েছে কূটনীতি ফাউন্ডেশনের রিপোর্টে। তাদের পরামর্শ, স্টারলিঙ্কের পরিষেবা চালু করা নিয়ে সরকারের ফের ভাবনাচিন্তা করা প্রয়োজন।

যদিও মঙ্গলবার কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্টই জানিয়েছেন, স্টারলিঙ্ককে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত শর্ত পূরণ করতে হবে। এ ব্যাপারে কোনও আপস করা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement