USA

গোয়েন্দা কর্তাকে ছেঁটে ফেললেন ট্রাম্প

শেষ ধাপে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে ইমপিচ ফাঁড়া কাটলেও, কাল কংগ্রেসকে জানিয়েই সেই গোয়েন্দা কর্তা মাইকেল অ্যাটকিনসনকে ছেঁটে ফেললেন ট্রাম্প। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৫:৫২
Share:

ডোনাল্ড ট্রাম্প। ছবি—রয়টার্স

মূলত তাঁর দেওয়া গোয়েন্দা-ইনপুটের উপর ভিত্তি করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু করেছিল মার্কিন কংগ্রেস। কার্যত শেষ ধাপে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে ইমপিচ ফাঁড়া কাটলেও, কাল কংগ্রেসকে জানিয়েই সেই গোয়েন্দা কর্তা মাইকেল অ্যাটকিনসনকে ছেঁটে ফেললেন ট্রাম্প।

Advertisement

কংগ্রেসকে দেওয়া চিঠিতে প্রেসিডেন্ট স্পষ্ট লিখলেন, “গোয়েন্দা বিভাগের ইনস্পেক্টর জেনারেলদের প্রতি আমি এত দিন আস্থা রেখেই চলছিলাম। কিন্তু অ্যাটকিনসনের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম হয়ে দাঁড়িয়েছিল। তাই তাঁকে চাকরি থেকে সরাতেই হল।’’ সূত্রের খবর, কাল থেকেই অ্যাটকিনসনকে ৩০ দিনের প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেই ছুটির মেয়াদ ফুরোলেই চাকরি খতম! ট্রাম্প বিশ্বাসভঙ্গের কথা বললেও, করোনা-ত্রাসের আবহেও ট্রাম্প ‘প্রতিহিংসার রাজনীতি’ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement