Donald Trump

‘এখনই বিকৃত ছবিটা সরান!’ নিজের প্রতিকৃতি দেখে ক্ষুব্ধ ট্রাম্প, তোপ কলোরাডোর গভর্নরকেও

সংশ্লিষ্ট শিল্পীকেও সরাসরি আক্রমণ করেছেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ট্রাম্পের ওই প্রতিকৃতিটি সারা বোর্ডম্যানের আঁকা। ওই শিল্পী প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতিও তৈরি করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১১:৩৫
Share:
নিজের প্রতিকৃতি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প।

নিজের প্রতিকৃতি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ছবি নাকি ইচ্ছাকৃত ভাবে বিকৃত ভাবে আঁকা হয়েছে! আর তাই কিনা ঝুলছে কলোরাডো স্টেট ক্যাপিটালে! রবিবার নিজের একটি প্রতিকৃতি নিয়ে এমনই অভিযোগ তুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ওই ছবিটি টাঙিয়ে রাখার জন্য ডেমোক্র্যাট গভর্নর জ্যারেড পলিসকেও আক্রমণ করেছেন ট্রাম্প, যদিও ছবিটির সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। বরং ওই ছবিটি রিপাবলিকান স্টেট সেনেটর কেভিন গ্রান্থামের উদ্যোগে আঁকা হয়েছিল ২০১৯ সালে।

Advertisement

রবিবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “কেউই নিজের খারাপ ছবি পছন্দ করে না। আর এ দিকে কলোরাডো স্টেট ক্যাপিটলে গভর্নর এবং অন্যান্য প্রেসিডেন্টের দ্বারা উপস্থাপিত আমার ছবিটি উদ্দেশ্যমূলক ভাবে বিকৃত করা হয়েছে। এমন বিকৃত ছবি আমি নিজেও আগে কখনও দেখিনি!” এর পরেই গভর্নর পলিসকে দ্রুত ছবিটি ‘সরিয়ে নেওয়ার’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পলিসকে আরও আক্রমণ করে ট্রাম্প বলেছেন, ‘‘ডেমোক্র্যাট নেতার লজ্জিত হওয়া উচিত!’’ শুধু পলিসই নয়, সংশ্লিষ্ট শিল্পীকেও সরাসরি আক্রমণ করেছেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ট্রাম্পের ওই প্রতিকৃতিটি সারা বোর্ডম্যানের আঁকা। ওই শিল্পী প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতিও তৈরি করেছিলেন। সারার উদ্দেশে করে ট্রাম্প বলেন, ‘‘উনি তো প্রেসিডেন্ট ওবামার ছবিও এঁকেছিলেন। সেই ছবিটি অসাধারণ, অথচ আমার ছবিটা সবচেয়ে খারাপ! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উনি নিশ্চয়ই তাঁর প্রতিভা হারিয়ে ফেলেছেন! যাই হোক, আমি এই ছবিটা রাখার চেয়ে না-রাখাই বেশি পছন্দ করব। কলোরাডোর অনেকে ইতিমধ্যেই ফোন করে অভিযোগ করেছেন। তাঁরাও এতে ক্ষুব্ধ!’’

উল্লেখ্য, সরাসরি করদাতাদের টাকায় মার্কিন রাষ্ট্রপতিদের প্রতিকৃতি তৈরি করা হয় না। তবে তহবিল সংগ্রহে ব্যক্তিগত ভাবে অনুদান দেওয়ার অনুমতি রয়েছে। ২০১৮ সালে, ডেমোক্র্যাটিক হাউসের কর্মী কেটি মার্চ রসিকতা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি মজার ছবি প্রেসিডেন্টদের গ্যালারিতে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এর পরেই ক্যানন সিটির তৎকালীন সেনেট প্রেসিডেন্ট কেভিন গ্রান্থাম ট্রাম্পের প্রতিকৃতিটি তৈরির জন্য তহবিল সংগ্রহ করা শুরু করেন। শেষমেশ ২০১৯ সালের অগস্টে ছবিটি আঁকা শেষ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement