ফার্স্ট লেডির উপহার কেনাই হয়নি ট্রাম্পের

চলতি সপ্তাহেই আমেরিকাকে ‘বড়দিনের উপহার’ দিতে পারে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন ও পাম বিচ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০২:০২
Share:

বড়দিনের প্রাক্কালে ভোজ। মার-আ-লাগোর রিসর্টে স্ত্রী মেলানিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফ্লরিডার পাম বিচে। এপি

বড়দিনের কয়েক ঘণ্টা আগেও উপহার কেনা হয়নি ফার্স্ট লেডির জন্য! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেমনটাই জানিয়েছেন গত কাল। মার্কিন সশস্ত্র বাহিনীর সঙ্গে ভিডিয়ো টেলিকনফারেন্সে কথা বলতে গিয়ে এই নিয়ে প্রশ্ন শুনে ট্রাম্প বলেছেন, মেলানিয়ার জন্য এখনও কিছু কেনা হয়নি। ফ্লরিডার পাম বিচের রিসর্ট থেকে প্রেসিডেন্টের বার্তা, একটা সুন্দর কার্ড কেনা রয়েছে বটে। তবে তার বেশি কিছু নয়। ট্রাম্পের কথায়, ‘‘আমি এখনও ওটা নিয়েই ভাবছি। হাতে সময় খুব একটা নেই।’’

Advertisement

চলতি সপ্তাহেই আমেরিকাকে ‘বড়দিনের উপহার’ দিতে পারে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তা নিয়ে প্রশাসনে আলোচনা চললেও সব উদ্বেগ উড়িয়ে দিয়ে ট্রাম্প সাংবাদিকদের সামনে ঠাট্টার সুরে বলেছেন, ‘‘দেখা যাক, কী হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভুলে যান। হয়তো বা উনি (কিম জং উন) একটা সুন্দর ফুলদানি পাঠাবেন আমায়। কিছুই বলা যায় না!’’

তবে ফার্স্ট লেডিকে উপহার দেওয়া নিয়ে এর আগেও রসিকতা করতে দেখা গিয়েছে প্রেসিডেন্টকে। ২০১৮ সালের এপ্রিলে তিনি একটি সাক্ষাৎকারে স্ত্রীর জন্মদিনে উপহার দেওয়ার প্রসঙ্গে বলেছিলেন, ‘‘এই সব কিছুর মধ্যে ঢোকা উচিত নয়। কারণ আমি ঝামেলায় পড়তে চাই না। এত সব বুঝিও না।’’ সে বারও তিনি খুব ব্যস্ত থাকায় কার্ড আর ফুল দেবেন বলে জানিয়েছিলেন।

Advertisement

বড়দিনে হোয়াইট হাউসে যখন উপহার দেওয়ার পর্ব নিয়ে অনিশ্চয়তা, লন্ডনের বাকিংহাম প্রাসাদে তখন অন্য আমেজ। রানি দ্বিতীয় এলিজ়াবেথ পরিবারের সঙ্গে দিনটা কাটালেন পশ্চিম ইংল্যান্ডের স্যান্ডরিংহ্যামে। সেখানকার সেন্ট মেরি ম্যাগডালেন চার্চে সকালবেলায় গিয়েছিলেন সবাই। এই প্রথম রানির সঙ্গে ছিল প্রপৌত্র খুদে প্রিন্স জর্জ আর প্রপৌত্রী শার্লট। জর্জ আর শার্লট বাবা-মায়ের হাত ধরে পৌঁছে যায় গির্জায়। তাদের বাবা-মা অর্থাৎ রাজকুমার উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ কেট অবশ্য তাঁদের তৃতীয় সন্তান প্রিন্স লুইকে বাড়িতেই রেখে এসেছিলেন। এখন সে সবে এক বছরের। জর্জ-শার্লটের সঙ্গে ছিলেন তাঁদের ঠাকুরদা প্রিন্স চার্লস। চার্লসের স্ত্রী ক্যামিলাকে নিয়ে গাড়িতে করে একসঙ্গে গির্জায় পৌঁছন রানি। রানির স্বামী প্রিন্স ফিলিপ অবশ্য এখন বাইরের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। তাই তিনি যোগ দেননি।

রাজকুমার হ্যারি, তাঁর স্ত্রী মেগান এবং তাঁদের সাত মাসের ছেলে আর্চি এখন কানাডায় ছুটি কাটাচ্ছেন। মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ডের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement