এনএইচপিসি লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) লিমিটেডে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। জানানো হয়েছে, সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে মেডিক্যাল অফিসার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল) পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৬টি। নিযুক্তদের কর্মস্থল হবে লাদাখ, সিকিম, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে। প্রাথমিক ভাবে সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
মেডিক্যাল অফিসার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩৫ এবং ৩০-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। উভয় পদে নিযুক্তদের বেতন হবে মাসে ১ লক্ষ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্টার্নশিপের পরে দু’বছর কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫৯০ টাকা। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।