চিনা কমিউনিস্ট পার্টি এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের নির্দেশ পেলেই পদক্ষেপ করবে চিনা সেনা। জানালেন এক সিনিয়র কর্নেল। —প্রতীকী ছবি।
যুদ্ধ এড়াতে চাইলে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিক ভারত। ফের হুঁশিয়ারি চিনের। এ বার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ‘নিজেদের এলাকা’কে রক্ষা করতে চিনের সেনা স্থির এবং দৃঢ় সঙ্কল্প— পিপলস লিবারেশন আর্মির সিনিয়র কর্নের লি লি বেজিঙের হুয়াইরোউ সেনা ছাউনিতে আয়োজিত এক কর্মসূচিতে ভারতীয় সাংবাদিকদের সোমবার এ কথা বলেছেন বলে নিউজ ১৮ সূত্রের খবর। ডোকলাম সঙ্কটের বিষয়ে চিনের সেনা কী ভাবছে, ভারতীয় সাংবাদিকরা তা রিপোর্টও করতে পারেন, এমন মন্তব্যও করেছেন লি লি।
চিনা সরকারের খরচেই উত্তর বেজিঙের হুয়াইরোউ সেনা ছাউনিতে গিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। এই সেনা ছাউনি চিনের সবচেয়ে পুরনো ছাউনিগুলির মধ্যে অন্যতম তো বটেই। রাজধানী বেজিঙের নিরাপত্তার দায়িত্বও এই ছাউনির উপরে রয়েছে। এ হেন সামরিক শিবিরে ভারতীয় সাংবাদিকদের সফর উপলক্ষে চিনা বাহিনীর সক্ষমতা প্রদর্শনের বিশেষ আয়োজন হয়েছিল। তবে ভারতীয় সাংবাদিকদের সামনে চিনা বাহিনীর সক্ষমতা দেখানোর এই আয়োজনের সঙ্গে ডোকলাম সঙ্কটের কোনও সম্পর্ক নেই বলে পিএলএ-র তরফে জানানো হয়েছে।
সরকারি ভাবে পিএলএ যা-ই বলুক, চিন সফররত ভারতীয় সাংবাদিকদের সামনে চিনা সেনার পদস্থ কর্তা যে বয়ান দিয়েছেন, তা কিন্তু যথেষ্ট কড়া। সিনিয়র কর্নেল লি লি বলেছেন, ‘‘আমি একজন সৈনিক এবং আমি আমার দেশের আঞ্চলিক সংহতি রক্ষা করার জন্য সব রকম চেষ্টাই করব। সে বিষয়ে আমরা স্থিরসঙ্কল্প এবং দৃঢ় সঙ্কল্প।’’ ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে লি-এর বার্তা, ‘‘চিনা সেনা যে এ রকম ভাবছে, সে কথা আপনারা প্রতিবেদনে লিখতেও পারেন।’’
তিব্বতে চিনা সেনার সাম্প্রতিক লাইভ ফায়ার ড্রিল। চিনের সরকারি টেলিভিশন চ্যানেলই এই ছবি প্রকাশ করেছে। ছবি: এপি।
চিনা বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের সুরে সুর মিলিয়ে সিনিয়র কর্নেল লি লি দাবি করেছেন, ডোকলামে ভারতীয় সেনা চিনের এলাকায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে।
আরও পড়ুন: সুষমার নেপাল সফরে চিনের কাঁটা মাথাব্যথা
যদি ভারত ডোকলাম থেকে সেনা প্রত্যাহার না করে, তা হলে চিন কী করবে? প্রশ্ন ছিল লি-এর প্রতি। তিনি বলেন, ‘‘পিএলএ কী করবে, তা ভারতের পদক্ষেপের উপর নির্ভর করছে। যখন প্রয়োজন মনে করব, আমরা উপযুক্ত পদক্ষেপই করব।’’ অর্থাৎ, লি-এর প্রচ্ছন্ন হুঁশিয়ারি— ভারত সেনা প্রত্যাহার করলে সমস্যা নেই। কিন্তু না করলে চিন সামরিক পদক্ষেপ করবে।
আরও পড়ুন: কিমের দেশে নিষেধ নিয়ে কথা চায় চিন
ভারতীয় সাংবাদিকদের সামনে পেয়ে চিনা সেনার পদস্থ কর্তা সোমবার যা বলেছেন, তা নতুন কিছু নয়। চিনা বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং সংবাদমাধ্যম প্রায় রোজই এমন হুমকি দিচ্ছে। ভারত ডোকলামের সীমান্তের কাছে বিপুল সৈন্য সমাবেশ করেছে বলেও চিনা বিদেশ মন্ত্রক দাবি করছে।