Contact Lens

‘ভুলে’ গিয়েছিলেন খুলতে, মহিলার চোখ থেকে একসঙ্গে ২৩টি কনট্যাক্ট লেন্স বার করলেন চিকিৎসক!

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে উঠেছেন। অনেকে পরামর্শ দিয়েছেন লেন্স না পরে চশমা ব্যবহার করা উচিত মহিলার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৪:১৬
Share:

কনট্যাক্ট লেন্স বার করার সেই দৃশ্য। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

চোখের মণি থেকে এক এক টেনে বার করে আনা হচ্ছে কনট্যাক্ট লেন্স। একটা…দুটো…তিনটে, এ ভাবে মোট ২৩টি কনট্যাক্ট লেন্স এক মহিলার চোখ থেকে বার করে আনলেন চিকিৎসক। ভয়ঙ্কর সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement

কী ভাবে এতগুলি কনট্যাক্ট লেন্স চোখের ভিতরে আটকে ছিল? দাবি করা হচ্ছে যে, রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ থেকে লেন্স খুলে রাখতে ভুলে যেতেন মহিলা। এ ভাবে নাকি ২৩ রাত ধরে একের পর এক লেন্স পরেছেন, আর সেগুলি খুলে রাখতে ‘ভুলে’ও গিয়েছেন।

যে চিকিৎসক মহিলার চোখ থেকে কনট্যাক্ট লেন্সগুলি বার করেছেন, সেই চিকিৎসক ক্যাটরিনা কুর্তিভা তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, “এক রোগীর চোখ থেকে ২৩টি কনট্যাক্ট লেন্স বার করলাম। এটাই সেই ভিডিয়ো। কখনওই কনট্যাক্ট লেন্স পরে ঘুমোবেন না।” তিনি আরও বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “এটা কী করে সম্ভব যে, এক জন মানুষ রাতে কনট্যাক্ট লেন্স পরে ঘুমোচ্ছেন। সেটির কথা দিব্যি ভুলে গিয়ে আবার সকালে নতুন একটি লেন্স লাগাচ্ছেন। এক দিন বা দু’দিন নয়, টানা ২৩ দিন!”

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে উঠেছেন। অনেকে পরামর্শ দিয়েছেন লেন্স না পরে চশমা ব্যবহার করা উচিত মহিলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement