Brazil

লাইভ কনসার্টে মঞ্চ ভেঙে মৃত্যু শিল্পীর! দেখুন ভিডিও

অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চের উপরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওয় ধরা পড়েছে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তটি যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

পোর্তো আলেগ্রে শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১০:০৭
Share:

একটি লাইভ কনসার্টে কয়েক হাজার দর্শক জমায়েত হয়েছেন। অনুষ্ঠান চলছে। খোলা মঞ্চে চলছিল ডিজে পারফরম্যান্স। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চের একটা বড় অংশ। মঞ্চের ভারী ধাতব কাঠামোয় চাপা পড়েন ডিজে-সহ অন্য শিল্পীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্রাজিলের পোর্তো আলেগ্রের ঘটনা।

Advertisement

পোর্তো আলেগ্রে-তে এখন চলছে ‘ব্রাজিল অ্যাটমস্পিয়ার ফেস্টিভ্যাল’। গত রবিবার একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে শো করছিলেন ডিজে কেলাব ফ্রেইতাস। জমে উঠেছিল ডিজে শো। অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চের উপরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছু ক্ষণের মধ্যেই ডিজে কেলাব ফ্রেইতাসের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গুরুতর আহত আরও তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

দেখুন ভিডিও:

Advertisement

কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল?

ফেস্টিভ্যালের উদ্যোক্তারা জানান, অনুষ্ঠান চলাকালীন প্রবল ঝড়ে মঞ্চের উপরের অংশটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: প্রকৃতির বিশ্বজোড়া রোষ

বেলাইন কামরা নেমে এল রাস্তায়, মৃত তিন

এ দিকে স্থানীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দক্ষিণ ব্রাজিলের পোর্তা আলেগ্রে-সহ বেশ কিছু এলাকায় খারাপ আবহাওয়া এবং ঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দফতরের আগাম সতর্কতা সত্ত্বেও উদ্যোক্তারা কী ভাবে খোলা মঞ্চে মিউজিক কনর্সাটের আয়োজন করলেন, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওয় ধরা পড়েছে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তটি যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement