greece

গ্রিসে নৌকাডুবিতে মৃত বেড়ে ৭৯, নিখোঁজ শতাধিক

গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছেন, পেলোপনিসের কাছে মাঝসমুদ্রে উল্টে যায় নৌকাটি। স্পিডবোট, স্টিমার ও হেলিকপ্টার নিয়ে উদ্ধারে নামা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

পেলোপনিস (গ্রিস) শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ০৮:১২
Share:

গ্রিসে নৌকাডুবিতে মৃত বেড়ে ৭৯। ছবি: টুইটার।

গ্রিসের উপকূলে পেলোপনিসের কাছে সমুদ্রে নৌকা উল্টে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল বুধবার। বৃহস্পতিবার জানা গেল, সেই সংখ্যাটা দাঁড়িয়েছে কমপক্ষে ৭৯ জন। নিখোঁজ ১০০ জনেরও বেশি। ১০৪ জনকে আপাতত উদ্ধার করা হয়েছে। প্রশাসনের দাবি, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এই ঘটনা ইউরোপের অন্যতম ভয়ানক দুর্ঘটনা।

Advertisement

গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছেন, পেলোপনিসের কাছে মাঝসমুদ্রে উল্টে যায় নৌকাটি। স্পিডবোট, স্টিমার ও হেলিকপ্টার নিয়ে উদ্ধারে নামা হয়। ইউরোপিয়ান রেস্কিউ সাপোর্ট চ্যারিটির কথা অনুসারে, নৌকার বেশির ভাগ যাত্রীই শরণার্থী ছিলেন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশে যখন রওনা দিয়েছিল নৌকাটি তখন তাতে ছিল অন্তত ৭৫০ জন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থার মতে সংখ্যাটি ৪০০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement