কমলা হ্য়ারিস। ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
কমলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে জানান, ‘আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন বিচ্ছিন্নবাসে থাকবেন এবং নিজের বাসভবনের দফতর থেকেই দায়িত্ব পালন করে যাবেন।’ কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও ভাইস প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই বলে তাঁর দফতরের তরফে জানানো হয়েছে।
মার্চের গোড়ায় কমলার স্বামী ডগলাস এমহফ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সে সময় কয়েক সপ্তাহ নিভৃতবাসে ছিলেন আমেরিকার প্রথম মহিলা তথা ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানেও অংশ নেননি তিনি। যদিও সে সময় কমলার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়।