বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেট থেকেও হতে পারে সংক্রমণ। ছবি: পিটিআই।
বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেটস থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। বিজ্ঞানীদের এই যুক্তি অস্বীকার করা যায় না বলে এ বার জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, বাতাস থেকে করোনা ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
পরস্পরের সংস্পর্শে না এলেও শুধুমাত্র বাতাসে ভেসে বেড়ানো হাঁচি-কাশির ফলে নির্গত ড্রপলেটস থেকেও নোভেল করোনা ছড়াতে পারে বলে বেশ কিছু দিন ধরেই দাবি করছিলেন বিজ্ঞানীদের একাংশ। তার সপক্ষে প্রমাণ জোগাড় করে সোমবার হু-র উদ্দেশে ক্লিনিকাল ইনফেকশাস ডিজিস জার্নালে একটি খোলা চিঠিও প্রকাশ করেন ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী। তাতে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের সূক্ষ্ম কণা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে। করোনা সতর্কতায় হু-র তরফে যে নির্দেশিকা জারি হয়েছে, তাতে বিষয়টির উল্লেখ থাকা উচিত বলে জানান তাঁরা।
মঙ্গলবার জেনেভায় সাংবাদিক বৈঠক চলাকালীন বিষয়টি উঠলে, এই সম্ভাবনার কথা মেনে নেন হু-র কোভিড-১৯ অতিমারি বিভাগের টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কারখোভ। তিনি বলেন, ‘‘বায়ুবাহিত সংক্রমণ এবং বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেটস থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা করছি আমরা।’’
আরও পড়ুন: বেড়েই চলেছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭৫২, সুস্থ ১৬৮৮২
সাংবাদিক বৈঠকে উপস্থিত হু-র সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের টেকনিক্যাল লিড বেনেদেতা আলগ্রাঞ্জি বলেন, ‘‘ভিড়ের মধ্যে, বদ্ধ জায়গায় এবং যেখানে বাতাস চলাচলের জায়গা নেই, তেমন বিশেষ বিশেষ ক্ষেত্রে বায়ুবাহিত সংক্রমণের কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর সপক্ষে প্রমাণও মিলতে শুরু করেছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে, সমস্ত তথ্য একত্রিত করে বিষয়টি বিশদে খতিয়ে দেখতে হবে। আমরা এই যুক্তিকে সমর্থনই করছি।’’
বায়ুবাহিত সংক্রমণ এড়াতে মাস্ক পারর উপর জোর দিয়েছেন আলগ্রাঞ্জি। বিশেষ করে স্বাস্থ্যকর্মী, যাঁদের পক্ষে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, তাঁদের আরও বেশে করে সাবধান হতে হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কন্টেনমেন্ট জোনে লকডাউন থাকবে ৭দিন, বললেন মুখ্যমন্ত্রী
মাস্ক না পরে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, তাঁর হাঁচি বা কাশি থেকে নির্গত ড্রপলেটের মাধ্যমে অন্য জন সংক্রমিত হতে পারেন বলেই এত দিন দাবি করে আসছিল হু। তাদের যুক্তি ছিল, বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেট থেকে সংক্রমণ ছড়ানোর জন্য, ৫ মাইক্রনের চেয়েও ছোট ড্রপলেটের প্রয়োজন। কিন্তু করোনাভাইরাস এত হালকা নয়, যে বাতাসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে।