দাউদ ইব্রাহিম। —ফাইল চিত্র।
নোভেল করোনা এ বার কাবু করে ফেলল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকেও। দাউদ ও তাঁর স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ, দু’জনেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। তাঁদের গৃহ সহায়ক ও নিরাপত্তারক্ষীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে।
দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে দাউদ ও তাঁর স্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর ছিলই। করাচির সেনা হাসপাতালে তাঁদের রাখা হয়েছে।
১৯৯৩-এর মুম্বই হামলার মূল চক্রী দাউদ ইব্রাহিম আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও, বেশ কয়েক দশক ধরে সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। যদিও সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ইসলামাবাদ। ২০০৩ সালে ভারত ও রাষ্ট্রপুঞ্জ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।
আরও পড়ুন: লাদাখে উত্তেজনার মধ্যেই সীমান্তে নতুন সেনা কমান্ডার নিয়োগ চিনের
আরও পড়ুন: ইউরোপ-আমেরিকার বাইরেও বাড়ছে সংক্রমণ, ভারতের পরিস্থিতিও উদ্বেগজনক
জানুয়ারির শেষ দিকে ভারতে নোভেল করোনা হানা দিলেও, পড়শি দেশ পাকিস্তানে তার প্রভাব কিছুটা দেরিতেই পড়ে। গত ২৬ ফেব্রুয়ারি সেখানে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। তবে গত দু’সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছ। শুক্রবার পর্যন্ত সেখানে ৮৯ হাজার ২৪৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।