Coronavirus

সাইবার কুৎসা চালাচ্ছে পাকিস্তান, দাবি গোয়েন্দাদের

করোনা সংক্রমণের মধ্যেই গেরুয়া শিবিরের একাংশ নানা ভাবে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানি দিচ্ছে বলে একাধিক বার অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৫:২১
Share:

প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করেছে পাকিস্তান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতরকে। সূত্রের খবর, নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ সংক্রান্ত যে সব জাল ভিডিয়ো এবং খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে চলেছে, তা তদন্ত করে দেখা হয়েছে। গোয়েন্দাদের অনুমান, এতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রত্যক্ষ হাত রয়েছে। এর আগে গত বছর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ প্রত্যাহার করে নেওয়ার পরেও ঠিক একই ভাবে সাইবার কুৎসা চালানো হয়েছিল মোদী সরকারের বিরুদ্ধে, এমনটাই দাবি গোয়েন্দাদের।

Advertisement

করোনা সংক্রমণের মধ্যেই গেরুয়া শিবিরের একাংশ নানা ভাবে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানি দিচ্ছে বলে একাধিক বার অভিযোগ উঠেছে। কূটনৈতিক সূত্রে বলা হচ্ছে, সেগুলিকে কাজে লাগিয়ে পশ্চিম এশিয়ার আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে তিক্ত করতেই এই উদ্যোগ ইমরান সরকারের। মুসলিমদের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন ওআইসি ইতিমধ্যেই ভারতের ধর্মীয় বৈষম্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকেও বলা হয়েছে, ভারতের মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। সে দেশে বসবাসকারী বিপুল সংখ্যক ভারতীয় এই মুহূর্তে মোদী সরকারের বড় উদ্বেগের কারণ। আর সেই দুর্বল জায়গাতেই আঘাত করতে চাইছে পাকিস্তান, এমনটাই মনে করছে বিদেশ মন্ত্রক।

নর্থ ব্লক সূত্রের খবর, শুধু পাকিস্তান নয়, আরব দেশগুলিতেও আইএসআই-এর হয়ে কাজ করা টুইটার-এর ট্রোল হ্যান্ডলার্সরা বসে রয়েছে। নর্থ ব্লকের বক্তব্য, বেশ কিছু বিচ্ছিন্ন ভিডিয়ো ক্লিপকে একত্রিত করে এবং কিছু ক্ষেত্রে জাল করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে পোস্ট করা হচ্ছে, যার বক্তব্য, ভারতে গোটা মুসলমান সম্প্রদায়ই আক্রান্ত।

Advertisement

মোদী সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং বৈষম্যের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। বিরোধীদের বক্তব্য, বিজেপি যখনই বিপাকে পড়ে, নিজেদের পিঠ বাঁচাতে পাকিস্তান তত্ত্বের আমদানি করে। এ ক্ষেত্রেও তা-ই করেছে।

আরও পড়ুন: ইস্তফা দিতে অস্বীকার হু-প্রধানের, বললেন, ‘মানুষের জীবন বাঁচানোর কাজ করে যাব’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement