ছবি: সংগৃহীত।
প্রায় তিন মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিয়ো কল। তার মাধ্যমেই নিজেদের ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করল উব্র। সংস্থার কর্মী ছাঁটাইয়ের এই পদ্ধতিতে তুমুল সমালোচনার মুখে পড়েছে এই অ্যাপ-ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাটি।
ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে সংস্থার কর্মীদের ছাঁটাই করার কথা ঘোষণা করেন উব্রের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো। প্রায় তিন মিনিটের ওই ভিডিয়ো কলের মাধ্যমেই সংস্থার প্রায় ১৪ শতাংশ কর্মীকে এক ধাক্কায় সরিয়ে দেওয়ার কথা জানান তিনি। ওই ভিডিয়ো কলে তিনি বলেন, ‘‘গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য একেবারে অগ্রভাগে থাকা সাড়ে তিন হাজার জনকে আমরা সরিয়ে দিচ্ছি। (সংস্থায়) আপনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং আজই উব্রের সঙ্গে আপনাদের শেষ দিন।’’
এই ঘোষণা করার সময়ই কান্নায় ভেঙে পড়েন রাফিন। পরে তিনি স্বীকারও করেন যে এ ধরনের খবর দেওয়াটা তাঁর কাছে যথেষ্টই কঠিন ছিল। ছাঁটাই হওয়া কর্মীদের ধন্যবাদ দিয়ে তাঁদের বকেয়া মেটানোর কথাও বলেছেন রাফিন। লকডাউনের ফলে বহু সংস্থাই কর্মী ছাঁটাই করছে। তবে কর্মীদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হলেও যে ভঙ্গিতে তাঁদের সরানো হল, তা নিয়ে প্রবল তোপের মুখে পড়েছে উব্র।
আরও পড়ুন: খুনের হুমকি দিয়েছিলেন নীরব মোদী! আদালতে ভিডিয়ো পেশ সিবিআইয়ের
আরও পড়ুন: লকডাউন ওঠার পর স্কুলে ঢোকার পদ্ধতিই বদলে গিয়েছে চিনে