ছোট্ট মেয়ের জন্য অনলাইনেই জন্মদিনের পার্টি দিলেন মা। ছবি: সংগৃহীত।
লকডাউনের ‘বন্দি’দশাতেই কাটছিল জীবন। কিন্তু, তার মাঝেই যে পড়েছে ছোট্ট মেয়ের জন্মদিন! অথচ লিউকোমিয়ায় আক্রান্ত ওই নাবালিকাকে ঘরের বাইরে পা রাখতে বারণ করেছেন চিকিৎসক। তবে উপায়? অবশেষে ছোট্ট মেয়ের জন্য অনলাইনেই জন্মদিনের পার্টি দিলেন মা। ব্রিটেনের এই ঘটনা আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত ১৬ মার্চ থেকে চিকিৎসকের নির্দেশে ঘরবন্দি হয়েই কাটাতে হচ্ছে আট বছরের মাইয়া ব্লুকে। লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ায় এমনিতে তাকে বহু বিধিনিষেধ মেনে চলতে হয়। তার উপরে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তার বাড়ির বাইরে যাতায়াতও একেবারে বন্ধ। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গত মাসের মাঝামাঝি থেকে ১২ সপ্তাহের জন্য তাকে বাড়িতে থাকতে বলেন চিকিৎসক। এর মাঝেই গত ২ এপ্রিল ছিল মাইয়ার জন্মদিন। তবে লকডাউনের জেরে বাড়িতে জন্মদিনের পার্টি দেওয়াও সম্ভব নয়। অতএব উপায় বার করেন মাইয়ার মা তানিয়া। অনলাইনেই আয়োজন করে ফেলেন মাইয়ার জন্য় একটা গোটা পার্টি।
আরও পড়ুন: করোনার প্রথম ওষুধ ব্যর্থ? ভুল করে হু-র রিপোর্ট প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য
অনলাইনে হলেও মেয়ের বার্থডে পার্টির জন্য আয়োজনে ঘাটতি রাখেননি ৪৪ বছরের তানিয়া। ঘরে তৈরি কেক তো ছিলই। ছিল ম্যাজিশিয়ানও। সঙ্গে ছিলেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনেরাও। ব্যস! এর পর জন্মদিনের দিন মাইয়ার জন্য ঘর সাজানো শুরু। সে কাজে হাত লাগিয়েছিল তানিয়ার আর এক মেয়ে ১৩ বছরের সামাইয়া।
আরও পড়ুন: ‘জীবাণুনাশকের ইঞ্জেকশন আর সূর্যালোক’, করোনাবধে নতুন প্রেসক্রিপশন ট্রাম্পের
জন্মদিনে মেয়ের জন্য সাজানো হল ঘর। ছবি: সংগৃহীত।
মাইয়ার বার্থডে পার্টিতে অনলাইনেই যোগ দিয়েছিলেন পরিজনেরা। অনলাইনেই মাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার বন্ধুবান্ধবেরা। এমনকি, এক ম্যাজিশিয়ান এসে অনলাইনেই ম্যাজিক দেখিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন। গোটা পার্টিই হয়ে উঠেছে জমজমাট! আর জন্মদিনে এমন পার্টি পেয়ে বেজায় খুশি ছোট্ট মাইয়া ব্লু!
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)