দেশে ফেরানো হচ্ছে বিদেশে আটকে থাকা ভারতীয়দের। —ফাইল চিত্র।
করোনা সঙ্কটে দেশে ফেরা নিয়ে হুড়োহুড়ি পড়ে গেল সংযুক্ত আরব আমিরশাহিতে। গত এক সপ্তাহে সেখানে বসবাসকারী ২ লক্ষ ভারতীয় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাঁরা। এক সঙ্গে এত মানুষ ওয়েবসাইট ভিড় করায়, সাময়িক ভাবে সেটি বসে যায়।
এমন পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসকেই এগিয়ে আসতে হয়। সেখানে বসবাসকারী ভারতীয়দের অনুরোধ করা হয়, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগনোর। সতর্ক করা হয়, নাম নথিভুক্ত করাতে দূতাবাসে ছুটে আসার কোনও প্রয়োজন নেই। তাতে সামাজিক দূরত্ব বিঘ্নিত হতে পারে। দফায় দফায় বিপন্ন সকলকেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
আগামী ৭ মে থেকে দফায় দফায় ভিন্ দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে সোমবার একটি বিবৃতি প্রকাশ করে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জন্য বিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠানো হবে বলে জানানো হয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৭মে আবু ধাবি থেকে কোচি এবং দুবাই থেকে কোঝিকোড়ের উদ্দেশে রওনা দেবে দু’টি বিমান।
আরও পড়ুন: দেশকে চাঙ্গা করতে চাই বড়সড় আর্থিক প্যাকেজ, রাহুলকে জানালেন অভিজিৎ বিনায়ক
তবে বিমানে তোলার আগে ওই সমস্ত যাত্রীদের মেডিক্যাল স্ক্রিনিং করা হবে। তাতে করোনার উপসর্গ নেই এমন মানুষদেরই উঠতে দেওয়া হবে বিমানে। দেশে ফেরার পরও ফের পরীক্ষা হবে তাঁদের। তার পর ১৪ দিনের জন্য কোয়রান্টিনে রাখা হবে। তবে দেশে ফেরা থেকে কোয়রান্টিনে থাকা, সব পরিষেবার জন্যই টাকা নেওয়া হবে ওই সব মানুষদের কাছ থেকে। তাঁদের কোথায় রাখা হবে, নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বিমানে চেপে লন্ডন থেকে দিল্লি আসতে যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নেওয়া হবে। আমেরিকা থেকে যাঁরা আসছেন, তাঁদের প্রত্যেককে দিতে হবে ১ লক্ষ টাকা করে। দুবাই থেকে ফিরলে মাথাপিছু ১৩ হাজার টাকা করে নেওয়া হবে।
চলতি সপ্তাহে আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন এবং কুয়েত-সহ মোট ১৩টি দেশ থেকে ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফেরানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তার জন্য ৬৪টি বিমান পাঠানো হবে, যার মধ্যে বৃহস্পতিবারই রওনা দেবে ১০টি বিমান। দ্বিতীয় দিন ৯টি দেশ থেকে ২ হাজার ৫০ যাত্রীকে চেন্নাই, কোচি, মুম্বই, আমদাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লি ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: অজমের থেকে ফিরলেন শ্রমিকরা, ১৪ জেলায় পৌঁছে দিচ্ছে রাজ্য
বৃহস্পতিবার প্রথম দফায় বিদেশ থেকে ২৩০০ জনকে ফেরাতে রওনা দেবে ১০টি বিমান। তৃতীয় দিন পশ্চিম এশিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আমেরিকা থেকে ভারতীয়দের নিয়ে মুম্বই, কোচি, লখনউ এবং দিল্লি ফিরবে একাধিক বিমান।
তার পর দিন আমেরিকা, ব্রিটেন এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ অন্য দেশ থেকে ১ হাজার ৮৫০ জনকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। প্রত্যেক বিমানে ২০০-৩০০ যাত্রী তোলা হবে। তাঁদের মধ্যে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সে দিকেও নজর রাখা হচ্ছে। দেশে ফেরানোর ক্ষেত্রে শিশু, গর্ভবতী মহিলা, বৃদ্ধ, ঠিকা শ্রমিক এবং যাঁদেপ ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছে, তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে।
অন্য দিকে, মলদ্বীপ থেকে ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই রওনা দিয়েছে নৌবাহিনীর একটি জাহাজ। প্রথম দফায় ম্যালে থেকে ২০০ যাত্রীকে নিয়ে কোচি ফিরবে সেটি। সমুদ্রপথে তাতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। তার সমস্ত খরচও যাত্রীদেরই দিতে হবে। জলপথে যাত্রীদের ফিরিয়ে আনার জন্য, আইএনএস জলাশ্ব, আইএনএস শার্দুল এবং আইএনএস মগরকে পাঠানো হচ্ছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)