Coronavirus in world

লকডাউন তোলার দাবিতে জমায়েত, বেড়ে গেল করোনার সংক্রমণ

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ারের বিধিনিষেধ আরোপ করার পর গত সপ্তাহে ফ্র্যাঙ্কফুর্টে প্রতিবাদে নামে কিছু মানুষ। তাঁদের দাবি ব্যবসা বানিজ্য বন্ধের কারণে, মার্চ মাসেই প্রায় পাঁচ লাখ মানুষ কাজ হারিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৯:৩৬
Share:

কেনটাকিতে প্রতিবাদ। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনাভাইরাস সংক্রমণ আটকাতে লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারাচ্ছেন। তাই লকডানের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামেন মানুষ। আর তার পরেই সব থেকে বেশি করোনা পজিটিভের ঘটনা সামনে এল। আমেরিকার কেনটাকির ঘটনা।

Advertisement

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ারের বিধিনিষেধ আরোপ করার পর গত সপ্তাহে ফ্র্যাঙ্কফুর্টে প্রতিবাদে নামে কিছু মানুষ। তাঁদের দাবি ব্যবসা বানিজ্য বন্ধের কারণে, মার্চ মাসেই প্রায় পাঁচ লাখ মানুষ কাজ হারিয়েছেন। তাই অবিলম্বে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ তুলতে হবে। কিন্তু সরকার সে রাস্তায় হাঁটতে রাজি নয়।

গভর্নর অ্যান্ডি বেশিয়ার রবিরার এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান নতুন করে ২৭৩টি করোনাভাইরাস পজিটিভের কেস সামনে এসেছে। যার ফলে আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছে গিয়েছে কেনটাকিতে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এই পরিস্থিতিতে তিনি পরিষ্কার জানিয়ে দেন, কোনও ভাবেই বিধিনিষেধ লঘু করা হবে না, হোয়াইট হাউসের গাইডলাইন মেনে চলতে হবে।

Advertisement

চিনে করোনার থাবা বসানোর পর ইউরোপ, আমেরিকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এখন আমেরিকায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউনই এক মাত্র পথ বলে মনে করছে সরকার।

আরও পডু়ন: ট্রুডোর চুল ঠিক করার স্টাইল দেখে প্রেমে পড়লেন নেটাগরিকরা

আরও পডু়ন: দু’ হাতের উপর দাঁড়িয়ে ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে ফেঁসে গেলেন পোষ্যের কারণে!

ফ্র্যাঙ্কফুর্টে ওই প্রতিবাদের পরেই এত বেশি করোনা ভাইরাস সংক্রমণের খবর সামনে আসছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। একটি চার্চের তরফে বেশিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ইস্টারের সময় মানুষকে ঘরে আটকে রাখা ধর্মীয় আচরণে বাধা দেওয়ার সামিল, এটি সংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। কিন্তু গভর্নর বেশিয়ার জানিয়ে দিয়েছেন, এই অতিমারির সময়ে ধর্মীয় আচারের নামেও কোনও ভাবেই সরকারি নির্দেশ অমান্য করা যাবে না।

লকডাউন তোলার দাবিতে জমায়েত:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement